এবার ইলন মাস্ককে গান শোনালেন অমিতাভ বচ্চন
২১ এপ্রিল (শুক্রবার) সকালে হঠাৎ বলিউডের একাধিক তারকার টুইটার অ্যাকাউন্ট থেকে ভেরিফায়েড ব্যাজ অর্থাৎ নীল টিক হারান। এই তালিকায় ছিলেন অমিতাভ বচ্চনও। এরপরই বেশ মজা করেই একটি টুইট করেছিলেন বলিউড বিগ বি। তিনি লিখেছিলেন, নীল টিক ফিরে পেতে হয় হাত জোড় তো বটেই দরকার ‘টুইটার ভাই’-এর কাছে পাও জোড় করবেন।
এবার টুইটারের ভেরিফায়েড ব্যাজ ফিরে পেয়ে অমিতাভ যা করলেন তা আরও মজার। ‘মোহরা’ সিনেমার ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’ গানটি ইলন মাস্ককে উৎসর্গ করে লেখেন- ‘তু চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্ক... তু চিজ বড়ি হ্যায় মাস্ক’। যা দেখে হাসি থামাতে পারছেন না নেটিজেনরা।
ওই টুইটে ইলন মাস্কের উদ্দেশে অমিতাভ আরো লেখেন, ‘মাস্ক ভাইয়া! অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আপনাকে! আমার নামের পাশে নীল কমল এসে গেছে। আর বলব ভাই, এবার আমার গান গাইতে ইচ্ছা করছে! শুনবেন কি? এই নিন শুনুনৃ তু চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্কৃ. তু চিজ বড়ি হ্যায় মাস্ক।’
শুক্রবার নীল টিক হারিয়ে আফসোসের সুরে অমিতাভ লিখেছিলেন, ‘এ টুইটার ভাইয়া! শুনছেন? এখন তো টাকাও দিয়ে দিয়েছি আমি। এবার অন্তত আমার নামের আগে ওই নীল চিহ্নটা লাগিয়ে দাও। যাতে মানুষ বুঝতে পারে আমিই অমিতাভ বচ্চন। হাত তো জুড়েই নিয়েছি আমি। এবার কি পা-ও জুড়তে হবে?’


