মায়ের অনুমতি নিয়েই ‘ধুম’ সিনেমায় ‍বিকিনি পড়েছিলাম: এশা দেওল

বলিউডের ‘ড্রিম গার্ল’ হিসেবে খ্যাত ধর্মেন্দ্র-হেমা মালিনী কন্যা এশা দেওল। ২০০৪ সালে বলিউডের তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর প্রথম সিনেমা ‘ধুম’ আসে। জন আব্রাহাম, অভিষেক বচ্চন, উদয় চোপড়া, রিমি সেন ও এশা দেওল অভিনীতি সিনেমাটি রীতিমতো আলোড়ন ফেলে দেয় গোটা ভারতে।

সেই সিনোমায় আদিত্য চোপড়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন এশা। তবে, প্রযোজকের কথায় তাঁকে বিকিনি পড়তে হত একটি দৃশ্যের জন্য। প্রযোজকের কথায় তাকে না বলতে পারেননি এশা, তবে একটা দিন সময় চেয়ে নিয়েছিলেন।

এতো বছর পর সেই বিকিনি পরিহিত দৃশ্য নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। অনুমতির জন্য ভয়ে ভয়েই নাকি মা হেমার কাছে এই আবদার নিয়ে গিয়েছিলেন তিনি।

অভিনেত্রী বলেন,  মা ছুটির দিনে বা বন্ধুবান্ধবদের সামনে আমায় বিকিনি বা সুইম স্যুট পরতে দেখলেও এবার একেবারে অন্য বিষয় ছিল। কিন্তু উনার প্রতিক্রিয়া এক্কেবারে ভিন্ন ছিল। মা বললেন, ‘হ্যাঁ পরো। তুমি তো এমনিতেও পরো, শুধু খেয়াল রাখবে যেন সুন্দর শট নেওয়া হয়।’ মায়ের এমন কথায় বেশ নিশ্চিন্ত হয়েছিলেন এশা।

এশা আরও বলেন, এরপর সুন্দর শট নেওয়ার বিষয়টি আদিত্য চোপড়াকে জানাই। তখন সে আমাকে বলে, আমি তোমাকে ৬ মাস দিলাম। এই সময়ে তুমি তোমার নিজস্ব পথে নিজেকে যোগ্য করে তুলবে। তুমি কি পারবে? আমি বলেছিলাম, হ্যা পারবো কারণ আমার সঙ্গে আছে দেশসেরা ট্রেইনার।

মা এবং বাবার হাত ধরেই বলিউডে কাজ শুরু করেছিলেন এশা। তবে ক্যারিয়ার খুব একটা দীর্ঘ করতে পারেননি এই অভিনেত্রী। বিয়ে করে সংসার করছেন চুটিয়ে। বলিউডের গ্ল্যামার জগৎ থেকে রয়েছেন দূরে। তবে মাঝেমধ্যে কিছু শোতে উপস্থিত হতে দেখা যায় তাকে। শোনা যাচ্ছে, শীঘ্রই পর্দায় ফিরবেন অভিনেত্রী। অমিত সাধের সঙ্গে ‘মেইন’ চলচ্চিত্র দিয়েই ফিরবেন বলিউডে। সিনেমাটি ২০২৩ সালেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এনবিএস/ওডে/সি

news