অসুস্থ আফজাল শরীফ
প্রায় দশ বছর যাবত মেরুদণ্ড, কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন ঢাকার পাঁচ শতাধিক ছবির অভিনেতা আফজাল শরীফ। কিছুদিন পর পর থেরাপি নিতে হয় তার। তাই এখন আর নিয়মিত অভিনয় করতে পারেন না। চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে মোটা অংকের টাকা। তাই ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর এই শিল্পীকে চিকিৎসা সহায়তায় ২০ লাখ টাকার অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
এমন অসুস্থতার মধ্যেই ঠান্ডা-জ্বরে আক্রান্ত হয়েছেন আফজাল। বর্তমানে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন। পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে সকলের কাছে দোয়া চেয়েছেন এই কৌতুকাভিনেতা। আমাদের সময় ডট কমের সঙ্গে আলাপকালে আফজাল শরীফ জানান, ‘দুদিন আগে দাওয়াত খেতে একজনের বাসায় গিয়েছিলেন। এরপর থেকেই ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। একারনে বাসাতেই থাকতে হচ্ছে তাকে।’
সহশিল্পী এবং শিল্পী সমিতি থেকেও খোঁজ রাখে কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সমিতির পক্ষে এতো শিল্পীর সাথে নিয়মিত খোঁজ রাখা সম্ভব না। মাঝে-মধ্যে যোগাযোগ হয়।’
উল্লেখ্য, ১৯৮৮ সালে হুমায়ূন আহমেদ রচিত ‘বহুব্রীহি’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে আফজাল শরীফ ছোটপর্দায় আত্মপ্রকাশ করেন। ১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ দিয়ে চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে ‘নিঃশ্বাস আমার তুমি’ ও ২০১৮ সালে ‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
এনবিএস/ওডে/সি


