‘আগুনের পাখি' চলচ্চিত্রে আফফান মিতুল
পরিচালক আউয়াল চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে ‘আগুনের পাখি’ নামে নতুন সিনেমা। তার প্রথম চলচ্চিত্র ছিলো ‘জনম জনম’।
সাম্প্রতিক সময়ে তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে ঘটে যাওয়া সত্য ঘটনা নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আগুনের পাখি’ নির্মাণে হাত দিয়েছেন। যার ইংরেজী নাম : PHOENIX NEVER DIES. চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য তৈরি করেছেন তিনি নিজেই।
এই চলচ্চিত্রে অভিনেতা আফফান মিতুল, অভিনেত্রী লাবন্য চৌধুরী ও রমিজ রাজুকে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আফফান মিতুল এক সময় বিনোদন সাংবাদিকতা করতেন। সাংবাদিকতার পাশাপাশি জড়িয়ে পড়েন অভিনয়ে।
মিতুল বলেন, অভিনয়ের প্রতি আমার সখ ছিলো ছোটবেলা থেকেই। শেষমেষ এতেই জড়িয়ে গেলাম। এখন নিয়মিত অভিনয় করছি৷ টিভি নাটক দিয়ে আমার অভিনয় শুরু। এখন চলচ্চিত্রেও অভিনয় করছি। দোয়া ও সহযোগিতা চাই।
চলচ্চিত্রটির প্রি প্রডাকশনের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে বলে জানান পরিচালক।
‘আগুনের পাখি’র মূল বিষয় নারী। নারীর আত্মমর্যাদা এবং আত্মশক্তি জাগরণের কাহিনিচিত্র এটি। পাশাপাশি উঠে এসেছে সমাজের প্রচলিত কিছু ট্যাবু। ধর্মীয় কুসংস্কার। শুভ শক্তির সাথে অশুভ শক্তির চিরায়ত লড়াই। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনা। যে চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয় ফিনিক্সের মতো, যার মৃত্যু নেই।
‘আগুনের পাখি’ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি, ইমতিয়াজ বর্ষণ, মেঘলা মুক্তা, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
এনবিএস/ওডে/সি


