২০০ কোটির ক্লাবে দ্য কেরালা স্টোরি
সকল বিতর্ক আর প্রতিবন্ধকতাকে টপকিয়ে রোববার ২০০ কোটির ক্লাবে প্রবেশ করলো বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের এই চলচ্চিত্র।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সামাজিক মাধ্যমে জানান, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে শাহরুখ খানের ‘পাঠান’-এর পর এই প্রথম কোনও বলিউড সিনেমা ২০০ কোটি আয় করেছে। সপ্তাহান্তে শুক্রবার ৬.৬০ কোটি রুপি আয়ের পর ছুটির দিন শনিবার ও রবিবার বড় ব্যবসা করেছে সিনেমাটি। শনিবার ৯.১৫ কোটি এবং রবিবার ১১.৫০ কোটি রুপি তুলে নেয় এটি।
হিন্দুস্তাান টাইমস জানায়, কেরালার ভিন্ন ধর্মাবলম্বী মেয়েদের ইসলামে ধর্মান্তরিত করে আইসিসে পাঠানোর ঘটনাকে উপজীব্য করে নির্মিত এই সিনেমাটি পশ্চিমবঙ্গে প্রদর্শনের অনুমতি পেলেও বাধা চলছে তামিলনাড়ু আর কেরালাতে। তবু সিনেমাটির বক্স অফিস আয় বেড়েই চলেছে। নিষিদ্ধ করার আহ্বান সিনেমাটির প্রচার আরো বাড়িয়ে দিয়েছে বলেই মতামত ব্যক্ত করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। ‘দ্য কেরালা স্টোরি’তে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সিদ্ধি ইদনানি, সোনিয়া বালানিসহ একঝাঁক তারকা।
এনবিএস/ওডে/সি


