কলকাতায় ‘নায়করাজ রাজ্জাক সম্মাননা’ পেলেন ওমর সানী ও মৌসুমী
পশ্চিমবঙ্গের ‘বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স’-এর উদ্যোগে যৌথভাবে নায়ক রাজ-রাজ্জাক নামাঙ্কিত আজীবন সম্মাননা পেলেন অভিনেতা ওমর সানী এবং অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমী। তবে সম্মাননা নিতে কলকাতায় যেতে পারেননি এ দুই তারকা।
তবে ওমর সানীর হয়ে সম্মাননা গ্রহণ করেন কলকাতাস্থ বাংলাদেশ উপ-দূতাবাসের ভিসা প্রধান আলমাস হোসেন এবং মৌসুমীর হয়ে সুরকার বিক্রম ঘোষের স্ত্রী অভিনেত্রী জয়া শীল ঘোষ সম্মাননা গ্রহণ করেন।
এবারে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স (বিএফটিসিসি) ৮ম বর্ষে পা রাখল। গত বুধবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার আইসিসিআর অডিটোরিয়ামে। অনুষ্ঠানের শুভারম্ভ করেন বাংলাদেশের প্রতিরক্ষা কমিটির স্থায়ী সদস্য তথা পটুয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান, কলকাতার মেয়র ইন কাউন্সিল দেবাশীষ কুমার, আলমাস হোসেন, বাংলাদেশ উপদূতাবাসের প্রেস সচিব রঞ্জন সেন, বিএফটিসিসি’র সভাপতি আর এস খেমকাসহ বিশিষ্টরা।
এদিন বিশিষ্ট অভিনেত্রী লিলি চক্রবর্তী পেয়েছেন হীরালাল সেন জীবনকৃতি সম্মাননা। এছাড়া দেবকী বোস লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পেয়েছেন পরিচালক হরনাথ চক্রবর্তী। এ প্রসঙ্গে লিলি চক্রবর্তী বলেন, সম্মান সবার ভালো লাগে। তবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড মানে জীবনের শেষ সম্মান। তার মানে আমার দিন শেষ। তা নয়, আমি এখনও অভিনয় করছি। আমার অভিনয়ের মধ্যদিয়ে আপনাদের আরও আনন্দ দিয়ে যেতে চাই।
এনবিএস/ওডে/সি


