ধর্মের টানে ছেড়েছেন অভিনয়, এখন বিয়েবাড়িতেও নেকাব পরে খান!
বলিউড অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করে অল্প সময়েই পরিচিতি তৈরি করেন জায়রা ওয়াসিম।
ক্যারিয়োরের এমন গুরুত্বপূর্ণ সময়ে ধর্মের টানে অভিনয়কে বিদায় জানান তিনি। এরপর থেকেই ধর্মীয় নিয়ম মেনেই জীবন-যাপন করছেন তিনি।
জায়রা এতোটান ধর্মপ্রাণ হয়েছেন যে এখন কোনো অনুষ্ঠানে গেলেও নেকাব পরে থাকেন। সম্প্রতি এক নেটিজেন এমনই একটি ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যম টুইটারে। সেখানে দেখা যায়, নেকাব-হিজাব দুটোই পরে রয়েছেন, আর ওই অবস্থাতেই হাত দিয়ে হালকা নেকাব সরিয়ে খাবার খাচ্ছেন এক নারী। ছবির ক্যাপশনে ওই টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘এটা কি কোনো মানুষের পছন্দ হতে পারে?’ সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
জায়রা ওয়াসিম সেই টুইটটি শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। সেখানে তিনি লিখেছেন, এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক এইভাবেই খেয়েছি। এটা সম্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নেকাব খুলে ফেলি। তবে আমি তা করিনি।
ধর্ম-বিশ্বাসের কারণ দেখিয়ে অভিনয় থেকে জায়রার অকাল অবসর নিয়ে সেসময় বেশ সমালোচনার সৃষ্টি হয়। যদিও তখন থেকে আজও নিজ সিদ্ধান্তে অবিচল রয়েছেন কাশ্মীরের এই কন্যা। এদিকে গত বছর কর্ণাটকের একটি স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করা হয়। সেই পদক্ষেপেরও বিরোধিতা করেছিলেন জায়রা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


