প্রকাশ্যে সালমার ‘ব্যথারই বকুল’

সংগীতশিল্পী সালমা তার ভক্ত-অনুরাগীদের জন্য আরও একটি গান নিয়ে এসেছেন। সম্প্রতি লায়নিক মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘ব্যথারই বকুল’ শিরোনামের গানটি অবমুক্ত করা হয়। এর কথা লিখেছেন কবি ও গীতিকার ফখরুল হাসান এবং সুর করেছেন রোহান রাজু।

এ প্রসঙ্গে আমাদের সময় ডট কমকে সালমা বলেন, ‘কথাগুলো খুব সুন্দর। সুরের সঙ্গে বেশ সামঞ্জস্য হয়েছে। সুর ও কথার এমন সমন্বয় হলে গান কণ্ঠে তুলতে খুব আরাম বোধ করি। এ গানের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। আশা করি সবার ভালো লাগবে গানটি।’

গীতিকার ফখরুল হাসান বলেন, ‘সালমার কণ্ঠ আমার বেশ ভালো লাগে। তার জন্য একটি গান লেখা আমার অনেকদিনের স্বপ্ন ছিল। এবার আমার সেই স্বপ্ন সত্যি হলো। সে অসাধারণ গেয়েছেন। গানটি আমার মন ছুঁয়েছে। আশা করছি এটি শ্রোতাদেরও ভালো লাগবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news