লাইটিং ট্রাস ভেঙ্গে পড়ে মঞ্চেই র‌্যাম্প মডেলের মৃত্যু

 ফ্যাশন শো চলাকালীন র‌্যাম্পের মঞ্চেই মারা গেলেন ২৪ বছরের ভারতীয় মডেল বংশিকা চোপড়া।

রোববার (১১ জুন) ভারতের উত্তরপ্রদেশের নয়ডা ফিল্ম সিটি এলাকার লক্ষ্মী স্টুডিওতে একটি ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘটে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে। আর তাতেই প্রাণ হারান বংশিকা।

জানা গেছে, শো চলাকালীন সময়ে অ্যালুমিনিয়ামের তৈরি একটি লাইটিং ট্রাস ভেঙে পড়ে। সেই সময় ওই কাঠামোর ঠিক নিচে হাঁটছিলেন তরুণী মডেল। এতে লাইটিং ট্রাসে চাপা পরে গুরুতরভাবে জখম হন তিনি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় বংশিকার পাশে দাঁড়িয়ে ছিলেন ববি রাজ নামের এক যুবক। তিনিও মারাত্মকভাবে আহত হয়েছেন। তাকে স্থানীয় কৈলাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, ববির অবস্থাও আশঙ্কাজনক।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাৎক্ষনিক চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। শোয়ের আয়োজক এবং যারা ওই লাইটিং ট্রাস বসিয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news