আবারো হিন্দি গান নিয়ে ফাহিম

তরুণ কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি গানেরও চর্চা করছেন। ২০২১ সালে প্রকাশিত হয় তার গাওয়া প্রথম হিন্দি গান ‘হে ডিজে’। যেটি ইতোমধ্যেই ৫০ লাখের বেশি ভিউয়ার পেয়েছে। এরপর ‘গালি গালি’ শিরোনামের আরও একটি হিন্দি গান করেন তিনি। এবার আসছে তার নতুন হিন্দি গান। ‘তু হে কাহা’ শিরোনামের নতুন এই গানে মডেল হয়েছেন র‌্যাম্প তারকা আফরিনা তৃণা।

গানটির বিষয়ে ফাহিম ইসলাম আমাদের নতুন সময়কে বলেন, ‘একজন শিল্পী হিসেবে বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি গানও আমি পছন্দ করি। কারণ আমি মনে করি সংগীতের কোনও সীমানা নেই। সেই জায়গা থেকেই হিন্দি গানে কণ্ঠ দেওয়া। রাশেদ মজুমদারের পরিচালনায় নতুন এই গানের সুর করেছেন অম্লান চক্রবর্তী। বিক্রম চৌধুরীর কথায় এ গানটি আসছে ৩রা জুলাই ইউটিউবে ডেডলাইন রেকর্ডস চ্যানেলে প্রকাশ হবে।’

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ব্যস্ত’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আত্মপ্রকাশ করেন ফাহিম ইসলাম। এরপর ২০১০ সালে ‘কেনো বলো না’ এবং ২০১৩ সালে ‘বলছি তোমায়’ প্রকাশ করেন। এছাড়া প্রায় ২০টি সিঙ্গেল গান প্রকাশ করেও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছেন এই গায়ক। গেয়েছেন বলিউডের মোনালি ঠাকুরসহ অনেকের সঙ্গে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

news