নায়ক শূন্য পর্দাপণ সম্ভব নয় : নিশো
নায়ক শূন্য পর্দাপণ তো সম্ভব নয়৷ কারও সম্ভবও হয়নি। তা হলে তো নায়ক শূন্য হলেই আসতে হবে ৷ এটা কি কখনও হয়েছে। হয়নি। আমি যখন নাটক ও মডেলিংয়ে আসি তখনও আমার পথ খালি ছিলো না ৷ নিজের যোগ্যতা আর মেধা দিয়েই আমার অবস্থান জানান দিয়েছি৷ ফিল্মেও তেমনি হবে ৷ শুরু হলো পথচলা । দেখা থাক। কই গিয়ে পৌঁছাই।
এভাবেই নিজের ফিল্মে অভিষেক নিয়ে বললেন আফরান নিশো।
তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ঈদে আমার অভিনীত ছবি ' সুরঙ্গ ' মুক্তি পাবে। ৩০টি হলে ছবিটি চলবে৷ এই ছবির মাধ্যমে আমার চলচ্চিত্রে অভিষেক হবে। সিনেমাটি দর্শক কি ভাবে নেন তার জন্য অপেক্ষায় আছি।
সোমবার সন্ধ্যায় গুলশানের এক অভিজাত ক্লাবে ' মিট দ্যা প্রেস' অনুষ্ঠানে কথা বলেন আফরান নিশো। কথা বলেন ছবির পরিচালক রায়হান রাফী। প্রযোজক শাহরিয়ার শাকিল।
আফরান নিশো টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ওয়েব ফিল্ম কিংবা ওয়েব সিরিজেও তিনি সুনামের সঙ্গে অভিনয় করছেন।
তবে এবার প্রথমবারের মতো তিনি অভিনয় করছেন সিনেমায়। তার প্রথম সিনেমা সুড়ঙ্গ।
নিশো বলেন, প্রথমবার ফিচার ফিল্মে অভিনয় করছি। বড় সেট, বড় সবকিছু। সেট- লোকেশন সব মিলিয়ে অন্যরকম পরিবেশ। যে মাধ্যমেই কাজ করি না কেন, সব মাধ্যমেই অভিনয় করতে হয়। এখানেও তাই। অভিনয়ের জায়গাটা সুন্দর। দেখে দেখে শিখেছি। যেভাবে অভিনয় করি সেভাবেই অভিনয় করব। টোটাল টিম এফোর্ট দিচ্ছে। আমিও টিমের একটা অংশ। শ্রম, সততা, ভালোবাসা এসব দিয়ে একটি কাজ সফল হয়। আমার এত দিনের ক্যারিয়ার, দর্শকদের কাছ থেকে প্রবল ভালোবাসা পেয়ে আসছি। আশা করছি আগামীতেও পাব।
পরিচালক রায়হান রাফী সাথে আমি নাটকে কাজ করেছি। পরিচালক ও নায়িকা তমা মির্জার সঙ্গে চলচ্চিত্রে প্রথমবার মতো কাজ করলাম।
'সুরঙ্গ' সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আফরান নিশো-তমা মির্জা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেট।


