ছেলের জন্মের পর থেকেই কানে কোরআন পাঠ করে শোনাচ্ছেন সানা খান

ধর্মের জন্য গ্ল্যামার জগৎ এবং ক্যারিয়ারকে বিদায় জানিয়েছিলেন ‘বিল্লো রানী’ খ্যাত সানা খান। ছেলে জন্মানোর দিন থেকেই নাকি তাকে কোরআন পাঠ করে শোনাচ্ছেন মা সানা। চলতি মাসের ৫ তারিখ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। এবার জানালেন, প্রথম দিন থেকে নিয়মিত ছেলে তারিক জামিলকে কোরআন পড়ে শোনাচ্ছেন তিনি।

২০২০ সালের ২০ নভেম্বর আনস সৈয়দকে বিয়ে করেছেন প্রাক্তন এই অভিনেত্রী। গত ৫ জুলাই সানা এবং আনসের ঘর আলো করে পুত্র সন্তানের জন্ম হয়েছে। 

পাকিস্তানী ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিলের নামে সন্তানের নামকরণ করেছেন এই দম্পতি। শনিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে সানা জানিয়েছেন, ছেলেকে প্রথম দিন থেকেই কোরআন পাঠ করে শোনাচ্ছেন তারা। আনসও ঐস্টোরি শেয়ার করে লেখেন, ‘আল্লাহ তালা আমাদের সন্তানকে কোরানের নূরের আলোয় আলোকিত করুক।’

এই দম্পতি চান তাদের সন্তানও ধর্মপ্রাণ হোক। অতীতে এক সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সানা বলেছিলেন, ‘আমরা চাই ছেলে বড় হয়ে বিশ্বে শুভবুদ্ধি উদয়ের কাজ করুক।’ সেই কারণেই হয়ত কোরআন পাঠ করছেন ছেলের কানে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news