পুষ্পা-২, একলাফে ৮৫ কোটি পারিশ্রমিক আল্লু অর্জুনের

দক্ষিণী ছবি পুষ্পার সাফল্য নিয়ে বাড়তি কথার দরকার নাই সিনেমার গল্প থেকে গান সবটাই একেবারে বাজিমাত করেছে বক্স অফিস। এই ছবির অসামান্য সাফল্যের পর দর্শকের চাহিদা পুরণে এবার আসতে চলেছে পুষ্পার সিকুয়্যাল পুষ্পা টু। সিকুয়্যালে সিনেমার মুখ্য চরিত্র আল্লু অর্জুন একলাফে নিজের পারিশ্রমিক অনেকটা বাড়িয়ে দিয়েছেন।

পুষ্পার প্রথম পর্ব অর্থাৎ পুষ্পা: দ্য রাইজের জন্য আল্লু নিয়েছিলেন ৪৫ কোটি টাকা। দক্ষিণী ইন্ডাস্ট্রি সুত্রের খবর, তেলুগু এই সুপারস্টার পুষ্পা টুয়ের জন্য নিচ্ছেন ৮৫  কোটি টাকা। সূত্র: এই সময় 

শুধু অভিনেতাই নয়, পারিশ্রমিক বাড়িয়েছেন পরিচালক সুকুমার নিজেও। এমন ঘটনা আগে কখনো দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটেনি।

 পুষ্পা টুয়ের জন্য আল্লু অর্জুনের পারিশ্রমিক তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড গড়লো বলে দাবি করা হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news