সাক্ষ্য দিতে গিয়ে এজলাসে কাঁদলেন পরীমনি 

শ্লীলতাহানি ও মারধরের মামলায় আংশিক সাক্ষ্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-৯-এ হাজির হয়ে তিনি জবানবন্দি দেন। বাকি সাক্ষ্য গ্রহণ হবে আগামী ১৩ সেপ্টেম্বর ক্যামেরা ট্রায়ালে। 

সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে পরীমণি কেঁদে ফেলেন। আবেগআপ্লুত কণ্ঠে তিনি আদালতকে বলেন, আমি ঘটনার কিছু বিষয় প্রকাশ্যে বলতে চাচ্ছি না। তখন বিচারক প্রশ্ন করেন, আপনি কি ক্যামেরা ট্রায়াল করতে চান? 

এরপর পরীমণির আইনজীবী ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। সেদিন ক্যামেরা ট্রায়ালে এ মামলার সাক্ষ্য গ্রহণ হবে। 

পরীমণির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত বলেন, ওপেন কোর্টে পরীমণি কিছু কথা বলতে পারছিলেন না। এ কারণেই ক্যামেরা ট্রায়াল প্রয়োজন। তাই ট্রাইব্যুনাল পরবর্তী তারিখে ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্য নেবেন বলে জানিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news