২৯ জুলাই থেকে কলকাতায় শুরু হচ্ছে ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

তিনদিনের এই উৎসবে কলকাতার নন্দনে ২২টি ছবি প্রদর্শিত হবে। সাজানো শিডিউল অনুসারে ছবিগুলোর মধ্যে রয়েছে ‘হাসিনা: এ ডটার’স টেল’, ‘জেকে-১৯৭১’, ‘স্ফুলিঙ্গ’, ‘পরাণ’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘বিক্ষোভ,’ ‘দামাল’, ‘গেরিলা’, ‘লাল শাড়ি’, ‘অবিনশ্বর’, ‘গন্ডি’, ‘রেডিও’, ‘ওমর ফারুকের মা’, ‘দেশান্তর’, ‘ধড়’, ‘শ্রাবণ জোৎস্নায়’, ‘গুণিন’, ‘ন ডরাই’, ‘বিউটি সার্কাস’, ‘আলফা’, ‘মা’, ও ‘পাপ-পূণ্য’।   

বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই চলচ্চিত্র উৎসব নিয়ে বিশদে জানান কলকাতায় বাংলাদেশের উপ-হাই কমিশনার আন্দালিব ইলিয়াস এবং প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news