কলকাতায় সম্মাননা পেলেন মেহরীন

ভারতের কলকাতায় ঐতিহ্যবাহী ক্লাব ‘ইস্টবেঙ্গল’। মঙ্গলবার (১ আগস্ট) এই ক্লাবটি প্রতিষ্ঠার ১০৪ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করে। এদিন ক্লাবের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গীতশিল্পী মেহরীন মাহমুদকে ‘আত্মজন স্মৃতি’ সম্মাননায় সম্মানিত করা হয়। বিষয়টি আমাদের নতুন সময়কে সঙ্গীতশিল্পী নিজেই জানিয়েছেন।

ইস্টবেঙ্গল ক্লাবের পূর্তি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ক্রীড়া মন্ত্রী অরুপ বিশ্বাস ও পৌর মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মেহরীনের হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী সুবীরানন্দজী মহারাজ (সাধারণ সচিব, রামকৃষ্ণ মঠ ও মিশন)।  

সম্প্রতি কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত বঙ্গনারী সম্মাননা পেয়েছেন মেহরীন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  
 
এনবিএস/ওডে/সি

news