ফের ছেলের নতুন নাম, যা বললেন পরীমণি
১০ আগস্ট (বৃহস্পতিবার) এক বছর পূর্ণ হতে যাচ্ছে চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যর। বিশেষ এই দিনকে ঘিরে অসংখ্য পরিকল্পনা অভিনেত্রীর। মাস দুয়েক ধরে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছে। ছেলের জন্মদিন ঘিরে করা পরিকল্পনার প্রস্তুতি একা হাতেই সামলাচ্ছেন পরী। কিন্তু এর মধ্যেই আলোচনায় উঠে আসে ছেলের নাম পরিবর্তনের।
সোমবার (৭ আগস্ট) জাজ কর্ণধার আবদুল আজিজ ছোট্ট রাজ্যকে কোলে নিয়ে ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘আমার কোলের পদ্ম ফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্ম ফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশা আল্লাহ।’ ওই পোস্টের মন্তব্যের ঘরে পরীমণি লেখেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’।
এরপর থেকেই গুঞ্জন চাউর হয়, রাজের সঙ্গে সম্পর্কের তিক্ততার জেরেই ছেলের নাম পাল্টে ফেলেছেন পরীমণি। রাজের স্মৃতিচিহ্ন মুছে ফেলে নতুন নামেই ছেলেকে বড় করতে চাইছেন এ চিত্রনায়িকা। কেননা, গত বেশ কয়েকদিন ধরেই ছেলেকে পদ্ম নামেই সম্বোধন করছিলেন পরী। তাই গুঞ্জনের বিষয়টি আরও জোরালো হয়।
এছাড়া সোমবার রাতেই সামাজিকমাধ্যমে তিনি জানান, তার নানার দেওয়া রাজ্যর আরও একটি নাম আছে। যেটি হলো, ‘পুণ্য’। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পরীমণি। জানালেন, ছেলের নাম বদলে ফেলেননি, বরং নামের বহরে যুক্ত হয়েছে নতুন নাম।
পরীমণি বলেন, ‘আমি রাজ্য, পদ্ম, পুণ্য তিনজনেরই মা। তিনটাই আমার সন্তানের নাম। নাম কি মুছে ফেলা যায় নাকি। নাম তো যুক্ত হয়। তাই তো বলা যেতে পারে, দুটি নাম যোগ হয়েছে। যা-ই হোক, আমার ছেলের জন্মদিনের আয়োজন ১০ আগস্ট, এখন এসব নিয়ে ভীষণ ব্যস্ত আছি। ওর জন্মদিনের আয়োজন ঘিরেই আমার সব ভাবনা।’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


