‘নারীরা জায়েদ খানে আটকায়’

সামাজিক মাধ্যমে একটি প্রশ্ন ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। আর তা হলো ‘নারী আসলে কিসে আটকায়?’ পৃথিবীর ধনী, ক্ষমতাধর, সুদর্শন পুরুষদেরকেও যখন তাদের নারী সঙ্গীরা ছেড়ে যাচ্ছেন, তখনই এমন প্রশ্নের অবতারণা। মূলত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিচ্ছেদের পরই এই প্রশ্নের জন্ম দিয়েছেন নেটিজেনরা। অনেকে অবশ্য নিজেদের মতো করে এই প্রশ্নের উত্তরও দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দেশের বিনোদন জগতের তারকারাও। এবার এই একই প্রশ্নের উত্তর দিলেন আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান। 

তার মতে, নারীরা জায়েদ খানে আটকায়। তবে শর্ত প্রযোজ্য, হতে হবে সুন্দরী। গত শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে  একথা বলেন তিনি। জায়েদ বলেন, নারীরা জায়েদ খানে আটকায়। আর জায়েদ খান আটকায় সুন্দরী নারীতে। আমি সবাইকে তো এই ট্রেন্ডেই দেখলাম। এই নিউজ পড়তে পড়তে..., এখন আর এ নিয়ে কথা বলতে চাই না। কারণ এমন একটা ট্রেন্ড শুরু হয়েছে, সমস্ত ছেলেরা জেলাস।’

তিনি আরো বলেন, সুন্দরী নারীরা যে জায়েদ খানে আটকায় আবারও তার প্রমাণ পেয়েছি এবার যুক্তরাষ্ট্রে গিয়ে। সব ছেলেরা আমার পোস্টে ব্যাড কমেন্টস করেছেন। তেমন এক স্বামী আমার পোস্টে বাজে কথা লিখেছিলেন। এর কিছুক্ষণ পর তার স্ত্রী আমার ইনবক্সে এসে বলেন, ভাইয়া, কিছু মনে করবেন না। বাসায় শুধু আপনার কথা বলি, তাই আমার স্বামী বাজে মন্তব্য করেছেন। ছেলেরা এখন আমাকে জেলাস করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news