৭৭ তম স্বাধীনতা দিবসে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়
এ দিন টুইটে সুখবরটি ভাগ করে নিলেন অভিনেতা। অক্ষয়-সহ একাধিক তারকা বিদেশি নাগরিকত্ব আছে। সেই তালিকায় রয়েছে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কইফ-সহ আরও অনেকেই। অক্ষয়কে কানাডা থেকে দেওয়া হয়েছিল ‘সাম্মানিক নাগরিকত্ব’। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী এক জন মানুষ দুই দেশের নাগরিকত্ব রাখতে পারেন না। কিন্তু স্বাধীনতা দিবসে (১৫ আগস্ট) কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পেলেন নায়ক।
অক্ষয় টুইটে লেখেন, “মন এবং নাগরিকত্ব দুটোই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।” সেই ছবিও ভাগ করে নিয়েছেন অভিনেতা। ২০১৯ সালে অভিনেতা জনসমক্ষে কথা দিয়েছিলেন যে খুব শীঘ্রই তিনি বিদেশি নাগরিকত্ব বর্জন করে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তিনি আবেদন করেও ছিলেন। অবশেষে চার বছর পর পেলেন ভারতীয় নাগরিকত্ব। খুবই খুশি অক্ষয়।
সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয়ের নতুন ছবি ‘ওএমজি ২’। যে ছবিকে কেন্দ্র করে মুক্তির আগে বিস্তর বিতর্কও হয়েছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


