বাংলাদেশে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা
বাংলাদেশে মুক্তি পাবে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। আগামি ২৫ আগস্ট ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে বলে জানান ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স কর্ণধার ও ফিল্ম ক্লাবের সভাপতি কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।
শনিবার দুপুরে আলাপকালে তিনি জানান, শুত্রুবার 'কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির সেন্সর হয়েছে। বাংলাদেশের সব কয়টি সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি দেওয়া হবে। আমরা আগামি ২৫ আগস্ট ছবিটি সারাদেশে মুক্তি দিবো। তবে কয়টি সিনেমা হলে ছবিটি মুক্তি দেওয়া হবে তা আগামি বুধবার চূড়ান্ত ভাবে জানাব।
‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে তা নিয়ে ভারতে ছবিটি মুক্তি পাবার পরপরই আলোচনায় আসে। বিদেশী ছবির আমদানি নীতিমালা ও ঈদ পর্বণে ভারতের ছবি মুক্তি দেওয়া যাবে না এই নিয়মের জন্যই আমদানিকারককে অপেক্ষা করতে হয়। সব নিয়ম মেনে আগামি ২৫ আগস্ট শুত্রুবার ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হলে বলে জানান কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।
এপার বাংলা-ওপার বাংলার একে অপরের প্রতি অগাধ টান। দুই দেশের বৈচিত্র্য, সংস্কৃতি সবমিলিয়ে যেন জমজমাট মেলবন্ধন। আরও একটি বিষয়ের প্রতি অগাধ টান রয়েছে ভক্তদের। তা হল চলচ্চিত্র। সালমান খান অভিনীত চলতি বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা কিসি কা ভাই কিসি কি জান। যা বক্স অফিস কাঁপিয়েছে তো বটেই, একইসঙ্গে মানুষের মনে জায়গাও করে নিয়েছে।
ভাইজান খ্যাত সালমান খানের ছবি শুধুমাত্র যে এদেশে ভক্ত রয়েছে, তা কিন্তু নয়। একইসঙ্গে এই ছবির প্রতি ভালোবাসা রয়েছে সারা বিশ্বে । চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ভক্তেরা।
বাংলাদেশের ভক্তদের কথা চিন্তা করেই মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি বাংলাদেশে দেখানোর অনুমতি চেয়ে ছবিটি ভারতে মুক্তি পাবার পরপরই তথ্য মন্ত্রণালয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতে সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয় বলে জানান প্রযোজক নেতা ও আমদানিকারক।
'কিসি কা ভাই কিসি কি জান' ছবিতে সালমানের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, জগপতিবাবু, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং, অভিমন্যু সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জেসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি এবং ভিনালি ভাটনগর। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


