ঋণ পরিশোধের প্রতিশ্রুতি পেয়ে সানির বাড়ির নিলাম নোটিশ প্রত্যাহার
বক্স অফিসে ‘গদর ২’ ছবিটি সাফল্যের মাঝেই হঠাৎ অভিনেতা সানি দেওল খবর পান যে তার জুহুর বাংলো ‘সানি ভিলা’ নিলামে উঠতে চলেছে। ৫৫ কোটি রুপি ঋণ নিয়ে তা শোধ করতে পারেননি বলিউড অভিনেতা।
ঋণের সেই টাকা ফেরত পেতে ৫৬ কোটি রুপিতে ‘সানি ভিলা’ নিলামে তোলার নোটিস জারি করে সংশ্লিষ্ট ব্যাংক। রোববারই(২০ আগস্ট) জারি হয় নোটিস।
আনন্দবাজার জানায়, ২৫ সেপ্টেম্বরই নিলামে ওঠার কথা ছিল সানির এই বাংলো। যদিও নোটিস জারি করার পরে সোমবারই সংশোধনী জারি করে ‘সানি ভিলা’ নিলামের সেই নোটিস প্রত্যাহার করে নেয় ওই ব্যাংক।
‘সানি ভিলা’ নিলামের নোটিস প্রত্যাহারের বিবৃতিও দেওয়া হয় ব্যাংকের তরফে।
সানির বাড়ি নিলামে ওঠা নিয়ে যখন নানা মুনির নানা মত, সেই সময় অবশেষে মুখ খুললেন অভিনেতা সানি।
এই প্রসঙ্গে সানি বলেন, ‘‘আমি এই নিয়ে এখনই কিছু বলতে চাই না, যা-ই বলব লোকে ভুল ভাবতে পারেন। ব্যাপারটা ভীষণ ব্যক্তিগত।’’
বছর কয়েক আগে সানি দেওল তার জুহুর বাংলো বন্দক রেখে প্রায় ৫৫ কোটি টাকা ধার নেন সংশ্লিষ্ট ব্যাংক থেকে। সেই পাওনা ফেরত পেতেই ৫৬ কোটি রুপিতে বাড়ি নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক।
এই খবর প্রকাশ্যে আসার পরে সানির মুখপাত্রের দাবি করেন, ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নাকি সমস্যা সমাধানে বদ্ধপরিকর অভিনেতা ও তাঁর দল। শোনা যাচ্ছিল, সানিকে আরও এক মাস সময় দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে ঋণ শোধ করতে পারলে ‘সানি ভিলা’র নিলাম স্থগিত রাখবে ব্যাংক।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি