মুক্তির তারিখ কাছাকাছি চলে আসায় এখন নার্ভাস লাগছে: এমআর-৯ অভিনেত্রী আলীশা

এতোদিন বলেছিলাম আমি এক্সাইটেড। এখন কেন জানি কেমন নার্ভাস লাগছে। মুক্তির তারিখ কাছাকাছি চলে আসায় এখন নার্ভাস । কারন ওডিয়েন্সের রিয়াকশন  কেমন হবে। অনেক কষ্ট করে মাসুদরানা  গল্প নিয়ে প্রথমবারের মতো  বাংলাদেশ আর হলিউড যৌথ ভাবে ছবিটি  বানিয়েছে। তাই সুপার- ডুপার এক্সাইটেড।

এভাবেই বললেন নবাগতা অভিনেত্রী আলীশা ইসলাম। মঙ্গলবার রাতে হোটেল শেরাটনে আলাপকালে এই নার্ভাস  আর এক্সাইটেড কথা জানান তিনি।

তিনি বলেন, ভালো লাগছে আমার অভিনীত ছবি' এমআর-৯ : ডু অর ডাই ' ২৫ আগষ্ট মুক্তি  পাচ্ছে। ছবিটিতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।

আলীশা ইসলাম সাবলীলভাবে কথা বলেন। তিনি সিনেমা হলে দর্শকদের এমআর-৯ মুভিটি দেখার আহবান জানান। বলেন, হলিউড আর বাংলাদেশের শিল্পীরা এই ছবিতে অভিনয় করেছেন। দেশের ছবি। তাই বলছি।

প্রসঙ্গত, কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। যা নিয়ে প্রকাশ হয়েছে একাধিক বই। সেখান থেকে ‘ধ্বংস পাহাড়’ নিয়ে তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯: ডু অর ডাই’ সিনেমাটি।

বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কর্ণধার আব্দুল আজিজ  জানান, আগামী ২৫ আগস্ট বাংলাদেশ, আমেরিকা ও কানাডায়  মুক্তি পাবে ‘এমআর-৯: ডর অর ডাই’। এই ছবিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের মডেল- অভিনেতা  এবিএম সুমন। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, সাজ্জাদ, জেসিয়া ইসলাম ও টাইগার রবি।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news