চঞ্চল চৌধুরীর নায়িকা হচ্ছেন স্বস্তিকা!
পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বলিউডের সিরিজ ও সিনেমা নিয়ে। এখন তাকে তেমন একটা বাংলা ভাষার সিনেমায় দেখা যায়না। তবে সম্প্রতি বাংলাদেশের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। তার বিপরীতে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চঞ্চল চৌধুরীর বিপরীতে সিনেমা করতে রাজি হয়েছেন স্বস্তিকা। প্রযোজক নাকি ইতোমধ্যেই অগ্রিম সম্মানীও দিয়েছেন তাকে। তবে এখনো চঞ্চলের ডেট পাওয়া যায়নি। তাই এখনও শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি। সম্ভবত নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু করবেন পরিচালক। এ সিনেমা ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় কি না, তা এখনো জানা যায়নি।
বর্তমানে কলকাতায় রয়েছেন স্বস্তিকা। তার শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই কাজ থেকে এক মাসের বিরতি নিয়েছেন তিনি। শোনা যাচ্ছে আগামী সপ্তাহেই অস্ত্রোপচার করাবেন নায়িকা। সুস্থ হয়েই পুরোদমে কাজে নামবেন স্বস্তিকা।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘পদাতিক’। এতে প্রখ্যাত ভারতীয় নির্মাতা মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


