৪০ বছর পর হলে সিনেমা দেখলেন রাষ্ট্রপতি
গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। এ সিনেমাটি দেশ ও দেশের বাইরে বেশ ভালো ব্যবসা করছে। মুক্তির দুমাস পেরিয়ে গেলেও দেশ ও দেশের বাইরের কিছু সিনেমা হলে এখনো চলছে সিনেমাটি। শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ উপলক্ষে একটি বিশেষ শো আয়োজন করেছিলো মাল্টিপ্লেক্সটি। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করেছেন তার ছেলে আরশাদ আদনান।
প্রিয়তমা সিনেমার বিশেষ এই শো উপলক্ষ্যে কেক কাটা হয়। এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘প্রায় ৪০ বছর পর সিনেমা হলে সিনেমা দেখতে আসলাম।’ এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সহধর্মিণী, শাকিব খান, আরশাদ আদনান, আশরাফ, সংগীতশিল্পী প্রিন্স মাহমুদ, অভিনেত্রী তারিন, নুসরাত ফারিয়া, এলিনা শাম্মী, রিয়াদ, সোমেশ্বর অলিসহ সিনেমা সংশ্লিষ্ট আরও অনেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার রাতে একটি ভিডিও প্রকাশ করেন শাকিব খান। যেখানে প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ সিনেমা দেখার পরে অভিনেতাকে জড়িয়ে ধরতে দেখা দেখা যায় রাষ্ট্রপতিকে। একইদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা হিমেল আশরাফ রাষ্ট্রপতি ও তার স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘এক জীবনে আমার আর কি চাওয়ার থাকতে পারে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তার পরিবার নিয়ে বঙ্গভবন থেকে সিনেমা হলে এসে আমার সিনেমা উপভোগ করছেন, তার পাশে বসে আমি আমার সিনেমা দেখছি, বড় পর্দায় এত গণ্যমান্য মানুষের সাথে আমার নাম দেখছি, এক জীবনে পরিচালক হিসেবে আর কি চাইতে পারি!’
তিনি সাধারণ দর্শকদের ধন্যবাদ জানিয়ে আরো লেখেন, ‘অনেকেই বলবেন রাষ্ট্রপ্রতির ছেলের সিনেমা তাই তিনি দেখেছেন। কথাটা কিছুটা সত্য হলেও আসল কারন সাধারন দর্শক। দেশে এবং বিদেশে বাংলাদেশি সাধারন মানুষের প্রচণ্ড ভালোবাসাই আসলে তাদের উদ্বুদ্ধ করেছে সিনেমাটি উপভোগ করতে।’
‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


