শুধু ‘জেলার’ থেকেই রজনীকান্তের আয় ২৭৮ কোটি টাকা
গত ১০ আগস্ট বিশ্বব্যাপি মুক্তি পায় রজনীকান্ত অভিনীত দক্ষিণী সিনেমা ‘জেলার’। সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সিনেমাটির এমন সাফল্যে পারিশ্রমিকের বাইরেও বড় অঙ্কের অর্থ পেলেন অভিনেতা। ‘জেলার’-এর লাভের একটি অংশ রজনীকান্তের সঙ্গে ভাগ করে নিয়েছে এ সিনেমার প্রযোজনা সংস্থা।
এ সিনেমায় অভিনয়ের জন্য রজনীকান্ত পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১১০ কোটি রুপি। এবার সিনেমার লভ্যাংশের শেয়ার হিসেবে তাকে ১০০ কোটি রুপি মূল্যের এ চেক প্রদান করেন প্রযোজনা সংস্থা। এতে ‘জেলার’ দিয়ে অভিনেতার পারিশ্রমিক দাড়াল ২১০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২৭৮ কোটি টাকা। এক সিনেমার জন্য এত পারিশ্রমিক নিয়ে রজনীকান্তই এখন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা।
সিনেমাটির এই দূর্দান্ত সাফল্যে শুধু অর্থই নয়, রজনীকান্তকে বিলাসবহুল গাড়িও উপহার দিয়েছে সান পিকচার্স। সম্প্রতি সামাজিক মাধ্যমে গাড়ি ও চেক প্রদানের একটি ছবি ভাইরাল হয়েছে। জানা গেছে, প্রযোজনা সংস্থাটির সিইও কালানিথি মারান রজনীকান্তের বাড়ি গিয়ে সিনেমার লভ্যাংশের চেক ও বিএমডাব্লিউ এক্স৭ মডেলের বিলাসবহুল একটি গাড়ি উপহার দিয়েছেন।
মুক্তির পর প্রথম ২২ দিনে কেবল ভারত থেকেই ৩২৮ কোটি রুপি আয় করেছে ‘জেলার’। বাকি আয় এসেছে ভারতের বাইরে থেকে। মনে করা হচ্ছে, এক সপ্তাহের মধ্যেই ছবিটি ৭০০ কোটি রুপি আয় পূর্ণ করবে। সমালোচকেরা বলছেন, ছবিটিতে যেমন রজনীকান্তর নায়কোচিত ব্যাপার রাখা হয়েছে, তেমনি জেলার যেন শিল্পের বিচারে মেয়াদোত্তীর্ণ না হয়, সেদিকেও খেয়াল রেখেছেন পরিচালক। এ জন্য কৃতিত্ব দেওয়া হচ্ছে পরিচালক নেলসন দিলীপকুমারকে।
‘জেলার’-এ রজনীকান্ত ছাড়াও আরোও অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, তামান্না ভাটিয়া, শিব রাজকুমার, মোহনলাল প্রমুখ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


