দেশের ডিরেক্টররা আমাকে নিয়ে ভাবেন কম: নুসরাত ফারিয়া

 বাংলাদেশের জনপ্রিয় নায়িকা হলেও বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের সিনেমাতেই ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। সম্প্রতি দেশে কয়েকটি কাজ করেছেন তিনি, তবে সেগুলোর মূল চরিত্রে দেখা যায়নি তাকে। বলতে গেলে বাংলাদেশে কম কাজ করছেন ফারিয়া। কিন্তু কেন? এবার এ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আক্ষেপের সুরে নুসরাত ফারিয়া বলেছেন, ‘কলকাতার মতো বাংলাদেশের নির্মাতারা আমাকে নিয়ে ওতটা ভাবেন না। আমাকে চাইলেই ভাঙা যায়। যেটা আমার দেশ পারেনি সেটা কলকাতার নির্মাতারা করছেন।’ শুক্রবার (১ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন আক্ষেপের কথা জানান ফারিয়া।

মিউজিক ভিডিওর মাধ্যমে শোবিজে পা রাখা নুসরাত ফারিয়া ইতোমধ্যে ক্যারিয়ারের আট বছর শেষ করেছেন। ২০১৫ সালে ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করা এই অভিনেত্রীকে দেশের তুলনায় কলকাতার সিনেমাতেই বেশি দেখা গেছে। সেখানে সর্বশেষ তাকে দেখা গেছে ‘বিবাহ অভিযান ২’ সিনেমায়। এদিকে ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’, যেটিতে তাকে একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে। এ ছাড়া ওটিটিতে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘পাতালঘর’-এ একেবারে ভিন্নরূপে ধরা দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘বাংলাদেশের ডিরেক্টররা হয়তো মনে করেন, ও আচ্ছা সে খুব সুন্দরী। তাকে মনে হয় ভাঙা যাবে না। আমার মনে হয়, নুর ইমরান মিঠু সেটা করিয়ে দেখিয়েছেন ‘পাতালঘর’-এ। আমি যে রকম ভালোবাসা ‘পাতালঘর’ থেকে পেয়েছি বা সাড়া পেয়েছি, সেটা আসলেই অন্য রকম।’

বছরের এই কয়েক মাসের মধ্যে চলচ্চিত্র, ওয়েব ফিল্ম, নতুন গান এবং ওয়েব সিরিজে অতিথি চরিত্রেও ছিলেন নুসরাত ফারিয়া। পেশার দিক দিয়ে এ বছর ফারিয়ার জন্য খুবই ভালো হলেও ব্যক্তিগতভাবে দুঃখজনক মনে করছেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news