১৪ বছর পর বাংলা সিনেমায় শর্মিলা ঠাকুর
বরাবরই চিত্রনাট্য বেছে কাজ করেন সত্যজিৎ রায়ের হাত ধরে সিনেসংসারে পা রাখা অভিনেত্রী শর্মিলা ঠাকুর। গল্প ও চরিত্র নির্বাচনের ক্ষেত্রে খুবই খুঁতখুঁতে স্বভাবের তিনি। সম্প্রতি অভিনেত্রীর অভিষেক ঘটেছে ওটিটি প্ল্যাটফর্মেও। আর ১৪ বছর পর এবার বাংলা ছবিতে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন শর্মিলা। ২০০৯ সালে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘অন্তহীন’ সিনেমায় অভিনয় করেছিলেন প্রবীণ এ অভিনেত্রী। সেই শেষবার সিনেপর্দায় বাংলা সংলাপ বলতে শোনা গিয়েছিল তাকে। এবার পরিচালক সুমন ঘোষের ‘পুরাতন’ নামের নতুন ছবি দিয়ে প্রত্যাবর্তন করছেন তিনি।
এ ছবিতে শর্মিলার সঙ্গে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্তও। সিনেমাটির প্রযোজকও তিনি। তার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ কাল’ থেকে নির্মিত হবে ‘পুরাতন’। এ উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দুই অভিনেত্রী উপস্থিত থাকলেও ছিলেন না পরিচালক সুমন ঘোষ। কারণ তিনি কার্গিলে ‘কাবুলিওয়ালা’ সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন।
শর্মিলা ঠাকুরকে এ সিনেমায় রাজি করানো প্রসঙ্গে ঋতুপর্ণা বললেন, ‘আসলে সুমনের সঙ্গে বিষয়টা নিয়ে আমার কথা হয়। পরে আমরা ওনার (শর্মিলা ঠাকুর) সঙ্গে আলোচনা করতেই চিত্রনাট্য পড়তে চান। এরপর উনি এ সিনেমায় অভিনয় করতে রাজি হন।’
ছবির বিষয়ে শর্মিলা এবং ঋতুপর্ণা তেমন কিছুই খোলাসা করেননি। শুধু জানালেন মা এবং মেয়ের সম্পর্ক নিয়ে এই ছবির গল্প আবর্তিত হবে। মায়ের চরিত্রে শর্মিলা এবং মেয়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। ছবিতে ঋতুপর্ণার স্বামীর চরিত্রে রয়েছেন ইন্দ্রনীল।’
জানা যায়, এখনও ছবির চিত্রনাট্যের কাজ চলছে। এমনকি শুটিং লোকেশনও চূড়ান্ত হয়নি। আগামী ৮ ডিসেম্বর শর্মিলার জন্মদিনেই শুরু হবে ‘পুরাতন’ ছবির শুটিং। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


