জোভানের অভিযোগের জবাব দিলেন ফারিণ

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাটক থেকে ওটিটিতে যাওয়া কিছু শিল্পীর প্রতি নাটককে অবজ্ঞা করার অভিযোগ তোলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। কারো নাম উল্লেখ না করে তিনি জানান, তারই এক সহশিল্পী নাটক নয়, বরং ওটিটির কাজকে প্রাধান্য দিচ্ছেন। এমনকি নিজের অভিনীত নাটকের প্রচারেও নাকি সেই অভিনেত্রী অংশ নিচ্ছেন না। অভিনেত্রীর নাম উল্লেখ না করলেও নাটকের নাম জানান জোভান। সেটা হলো মহিদুল মহিম পরিচালিত ‘জানেমান তুই আমার’ নামের সে নাটকে অভিনেতার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিণ। এতে স্পষ্ট যে, জোভানের অভিযোগের তীর ফারিণের দিকেই।

তাসনিয়া ফারিণ বর্তমানে দেশের বাইরে একটি ওয়েব ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। সেখান থেকে জোভানের অভিযোগের কড়া জবাব দেন অভিনেত্রী। ক্ষুদে বার্তায় দেশের একটি গণমাধ্যমকে ফারিণ বলেন, ‘এখানে আসলে বলার কিছু নেই। জোভান ভাইয়ের সঙ্গে তো অনেক কাজ হয়েছে আমার। তিনি সত্যিকার অর্থেই চমৎকার সহশিল্পী এবং আমি তাকে সম্মান করি। এই নিউজ প্রকাশের দু’দিন আগেও তিনি আমাকে মেসেজ দিয়েছিলেন, সিডনিতে আমি একটি কনসার্ট উপভোগ করেছিলাম, ওটা প্রসঙ্গে জানতে। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ আলাপ হয়েছে। তো যখন এই নিউজে তার বক্তব্য দেখলাম, আমি বিস্মিত হয়েছি!’

তিনি বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে এর চেয়ে বড় বিষয়েরও সুন্দর সমাধান করা যায়। অথচ ‘জানেমান তুই আমার’ নাটক প্রসঙ্গে নির্মাতা কিংবা অভিনেতা কেউই আমার সঙ্গে কথা বলেননি। যদি কোনও বিষয়ে সংশয় থাকে, তিনি তো আমাকে জিজ্ঞেস করতে পারতেন। আর আমি তো ১৫ দিন ধরে দেশে নেই। যেহেতু আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি আশা করি একে-অন্যের প্রতি আরেকটু শ্রদ্ধাশীল হবো। এবং হ্যাঁ, এটা দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। কিছু বলার থাকলে সরাসরি আমার সঙ্গে শেয়ার করা যেতো।’

নাটক দিয়ে উত্থান হওয়া ফারিণ এখন ওটিটির কাজেই বেশি ব্যস্ত। ইতোমধ্যে সিনেমায়ও অভিষেক হয়েছে তার। কিন্তু নাটকের প্রতি কি তার উদাসীনতা তৈরি হয়েছে? জোভানের এমন অভিযোগের বিপরীতে ফারিণের স্পষ্ট জবাব, ‘এটা কেবল তার অনুমান; এতে কোনও সত্যতা নেই।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

 

news