'জওয়ান ' মুক্তি পাবে আগামি সপ্তাহে, প্রকাশ পেয়েছে 'টাইগার-৩' পোষ্টার
বলিউড কিং খান শাহরুখ খান অভিনীত ' জওয়ান’ এর ট্রেলর মুক্তি পেয়েছে দিন কয়েক আগে। সাড়া ফেলেছে। চলছে এই ট্রেলর নিয়ে হইচই। এ সময়েই আরেকটি খবর হলো ভাইজান খ্যাত সালমান খানের 'টাইগার ৩’-এর প্রথম ঝলক প্রকাশ।
আগামী সপ্তাহে মুক্তি পাবে শাহরুখ খানের প্রথম প্যান-ইন্ডিয়ান ছবি। বাংলাদেশেও একই দিন ছবিরি মুক্তি নিয়ে কথা চলছে জানা গেছে।
তবে চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে ‘টাইগার ৩’। এমনই খবর প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে। আজ ২ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, দিন কয়েক আগেই সবে মুক্তি পেয়েছে ‘জওয়ান’-এর ট্রেলার। আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের প্রথম প্যান-ইন্ডিয়ান ছবি। সেই উন্মাদনার মাঝেই প্রকাশ্যে এল ‘টাইগার ৩’-এর প্রথম ঝলক। এটা কি বন্ধুত্বের আড়ালেই রেষারেষি শাহরুখ-সালমানের।
এতে বলা হয়, চলতি বছরের শুরুতেই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে যশরাজ ফিল্মস। ‘পাঠান’-এর হাত ধরে কোভিড-১৯ অতিমারির পরবর্তী সময়ে যেমন খরা কেটেছে বলিউডের বক্স অফিসের, তেমনই অক্সিজেন পেয়েছে একের পর এক ফ্লপের জেরে ধুঁকতে থাকা ওয়াইআরএফও।
পাঠান’-এর সাফল্যে নতুন করে উৎসাহ পেয়েছেন যশরাজ কর্তা আদিত্য চোপড়া। ঘোষিত হয়েছে ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’।
ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স হচ্ছে একটি ভারতীয় শেয়ার্ড ইউনিভার্স, যা একশন-থ্রিলার ফিল্মের একটি সিরিজকে কেন্দ্র করে। চলচ্চিত্রগুলিতে বিভিন্ন কাল্পনিক "র" এজেন্ট রয়েছে। এটি প্রযোজনা ও বিতরণ করেছে যশ রাজ ফিল্মস।
যশরাজ প্রযোজিত অ্যাকশন ও স্পাই থ্রিলার ঘরানার ছবি এক সুতোয় বাঁধা হচ্ছে এই ব্রহ্মাণ্ডেই। ‘পাঠান’-এর পরে যশরাজের গুপ্তচর ব্রহ্মাণ্ডের অন্যতম নামজাদা ফ্র্যাঞ্চাইজ়ি ‘টাইগার’-এর তৃতীয় ছবির অপেক্ষা ছিল এত দিন। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘টাইগার ৩’ ছবির প্রথম ঝলক। ডিজিটালের পাতায় ‘টাইগার ৩’-এর পোস্টার সবার সঙ্গে ভাগ করে নিলেন সালমান খান।
প্রতিবেদনে আরও বলা হয়, পাঠান’-এর সাফল্যের পরে ‘টাইগার ৩’ নিয়ে জল্পনা ও আলোচনা কম হয়নি। ফ্র্যাঞ্চাইজ়ির আগের ছবিগুলির থেকে তৃতীয় ছবিকে আরও বড় মাপে বানাতে কোনও কমতি রাখেননি যশরাজ প্রধান আদিত্য চোপড়া। ‘পাঠান’-এর পর ‘টাইগার ৩’ ছবিতেও এক ফ্রেমে ধরা দিতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান। যদিও পোস্টারের মধ্যে তেমন নতুনত্ব দেখাতে পারেননি ছবির নির্মাতারা। দর্শকের আশা ছবির চিত্রনাট্যে সেই ঘাটতি পুষিয়ে দেবেন তাঁরা। শোনা যাচ্ছে, ‘পাঠান’, ‘টাইগার জ়িন্দা হ্যায়’, ‘ওয়ার’-এর ঘটনার প্রেক্ষিতেই নাকি গল্প সাজানো হয়েছে ‘টাইগার ৩’ ছবির। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


