পুরুষরা আমায় ছোঁবেন না, মক্কা-মদিনা গিয়ে পবিত্র হয়েছি: রাখি

আদিল দুরানি খান নামের এক মুসলিম যুবককে বিয়ে করেছিলেন ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তখন ধর্ম পরিবর্তন করে মুসলিমও হয়েছেন তিনি। বিভিন্ন সময় বিতর্কের জন্ম দেয়া এই অভিনেত্রী রাখি সাওয়ান্ত থেকে হন ফাতিমা। যদিও শেষ পর্যন্ত আদিলের সঙ্গে সংসার হয়নি তার। তাদের সম্পর্ক ছিন্ন হলেও ইসলামের প্রতি আকৃষ্টই রয়েছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী সৌদি আরব গিয়েছিলেন উমরাহ করতে। শনিবার সেখান থেকে নিজ দেশে ফিরেছেন।

ভারতে ফিরেই নতুন এক রাখিতে পরিণত হয়েছেন তিনি। পুরুষদের ছোঁয়াতে এখন ঘোর আপত্তি তার! মুম্বাই বিমান বন্দরে পৌঁছেই তিনি বললেন, ‘রাখি নয় আমাকে ফাতিমা বলে ডাকুন’। এ সময় এই অভিনেত্রীকে দেখা যায় বোরখা পরে পুরো শরীর ঢেকে রাখতে। তার ভক্তরা তার সঙ্গে সেলফি তুলতে গেলে তিনি বলেন, ‘আমি মক্কা-মদিনা ঘুরে পবিত্র হয়ে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন’।

রাখির এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে নেটিজেনরা ভিন্ন ভিন্ন মত দিচ্ছেন। কেউ তার পক্ষে আবার কেউ তার বিপক্ষে মতামত দিয়েছেন। তবে বেশিরভাগই তাকে ‘এটেনশন সিকার’ বলে আখ্যায়িত করছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news