‘কলিজার আধখান’ দেখে কাঁদছে দর্শক

‘কলিজার আধখান’ শিরোনামে একটি নাটকে জুটি বেঁধে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা মুশফিক আর ফারহান ও তানজিন তিশা। সামাজিক বার্তা দেয়া এই নাটকের গল্প এগিয়েছে সন্তান না হওয়া এক দম্পতিকে ঘিরে। মুহাম্মদ মিফতাহ আনানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই নাটকটি গত ১ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়।

সিনেমা ও ওটিটি কন্টেন্টের চাপে বছর খানেক ধরে টিভি নাটক জৈলুশ হারাতে বসেছে। এরমধ্যেই সামাজিক বার্তার এই নাটকটি অবমুক্তের পরপরই দর্শক যেন হুমড়ি খেয়ে পড়েছে। মাত্র তিন দিনে এর ভিউ ছাড়িয়েছে ৩৭ লাখ। রোববার থেকেই (৩ সেপ্টেম্বর) এটি অবস্থান করছে বাংলাদেশের ইউটিউব ট্রেন্ডিংয়ের তৃতীয় স্থানে। আর নাটক হিসেবে এর অবস্থান দ্বিতীয়।

নাটকটি প্রশংসায় ভাসাচ্ছেন দর্শকরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘যার সন্তান নেই, সে বোঝে সন্তান না থাকার যন্ত্রণা কতটা বেদনাদায়ক।’ অন্য একজন লিখেছেন, ‘নাটকটা দেখে অনেক কেঁদেছি।’ আরেকজন লিখেছেন, ‘সত্যি নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না।’ এমন অসংখ্য মন্তব্যে ভরে গেছে একটি নাটকের কমেন্ট বক্স।

দর্শকদের এমন প্রশংসায় আপ্লুত নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা দুই অভিনয়শিল্পী মুশফিক আর ফারহান এবং তিশা। মুশফিক আর ফারহান বলেন, ‘এখন আমার নাটক নিয়ে দর্শকের ভিন্ন কিছু প্রত্যাশা থাকে। আমি সেই প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি। এই নাটকের গল্প আমাকে ভাবিয়েছিল, কাজ করার পর সেটাই দেখতে পাচ্ছি। এমন একটা ইস্যু নিয়ে করেছি, যারা এই ধরনের সমস্যায় আছেন, তারা গভীরভাবে উপলদ্ধি করতে পাচ্ছেন। ফেসবুক-ইউটিউবে অসংখ্য মন্তব্য দেখে আপ্লুত হচ্ছি।’

নাটকটি নিয়ে তানজিন তিশা বলেন, ‘নাটকটিতে কমেডি রয়েছে পাশাপাশি ট্র্যাজেডিও। খুবই সুন্দর একটা গল্প যেখানে সামাজিক বার্তা আছে। দর্শকরাও বেশ পছন্দ করেছে। ফেসবুক, ইউটিউব সবখানে নাটকটির প্রশংসাসূচক মন্তব্য দেখছি।’

‘কলিজার আধখান’ নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী। এতে একটি গানও রয়েছে। সেটি গেয়েছেন ইমরান ও কণা। মেহেদী হাসান লিমনের কথায় গানের সুর-সংগীত করেছেন মার্সেল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news