শঙ্কামুক্ত অভিনেতা আফজাল হোসেন

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেনকে। এরপর তার হার্ট এটাক হলে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয় তাকে। তবে মঙ্গলবার দুপুরে জানা যায়, শঙ্কামুক্ত হয়েছেন তিনি। একটু একটু করে সুস্থ হচ্ছেন বর্ষীয়ান এই অভিনেতা। আমাদের নতুন সময়কে বিষয়টি জানান, অভিনেতার ঘনিষ্ট বন্ধু সানাউল আরেফিন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন অভিনেতা। এরমধ্যে হার্ট এটাক হয় তার। এরপরই সিসিইউতে নেয়া হয়েছে আফজাল হোসেনকে। এখন আগের থেকে কিছুটা সুস্থ রয়েছেন তিনি।

জানা যায়, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শ্যুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। দেশে ফিরে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) থেকে আবারও ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে এর আগেই  অভিনেতা আফজাল হোসেন অসুস্থ হয়ে পড়ায় বাতিল করা হয় এ ছবির শুট । সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news