মন্দিরে পূজা দিলেন শাহরুখ খান
৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘জাওয়ান’। এই মুহূর্তে চলছে শেষ ধাপের প্রচারণা। শাহরুখ খান ও এ সিনেমার টিম বিভিন্ন অঞ্চলে ছুটে বেড়াচ্ছেন ছবিটি দেখার আহ্বান জানাতে। যাচ্ছেন বিভিন্ন উপাসনালয়েও। কয়েকদিন আগেই বৈষ্ণোদেবী দর্শনে গিয়েছিলেন শাহরুখ। সেই ধারাবাহিকতায় এবার গেলেন তিরুপতি বালাজির মন্দিরে। শুধু তাই নয়, মন্দিরটিতে গিয়ে পূজাও দিয়েছেন তিনি।
৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বালাজির মন্দিরে যান শাহরুখ। সঙ্গে ছিলেন কন্যা সুহানা খান। শ্রদ্ধার সঙ্গে বালাজিকে পুজো দেন বাবা-মেয়ে। তাদের সঙ্গে ছিলেন জওয়ান সিনেমা অভিনেত্রী দক্ষিণী লেডি-সুপারস্টার নয়নতারা। এসময় শাহরুখের পরনে ছিল দক্ষিণি স্টাইলের কুর্তা আর সোনালি পাড়ের উত্তরীয়। মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন তিনি, দু হান জোড় করে শুভেচ্ছাও জানান তিনি।
‘পাঠান’ মুক্তির আগে বৈষ্ণোদেবী দর্শনে গিয়েছিলেন শাহরুখ। তবে ছবি মুক্তির আগে এই প্রথম তিরুপতি মন্দিরে গেলেন তিনি। অনেকের মতে, শুধু তিরুপতি দর্শন নয়, দক্ষিণের ব্যবসা ধরতেই নাকি শাহরুখের এই পূজা অর্চনা।
জানা যায়, এখন পর্যন্ত ‘জওয়ান’-এর মোট ৫,৭৭,২৫৫টি টিকিট বিক্রি হয়েছে। হিন্দি বেল্টে টুডি ফরম্যাটে ৫,২৯,৫৬৮টি টিকিট বিক্রি হয়েছে এবং আইম্যাক্সে টিকিট বিক্রির সংখ্যা ১১,৫৫৮টি। দক্ষিণেও একই অবস্থা। তামিল এবং তেলেগু বেল্টে যথাক্রমে ১৯,৮৯৯ এবং ১৬,২৩০টি টিকিট বিক্রি হয়েছে। এককথায় সর্বভারতীয় স্তরে রিলিজের আগেই শাহরুখের ছবির আয় মোট ১৬.৯৩ কোটি রুপি।
এ ছবিতে শাহরুখ ও নয়নতারা ছাড়াও আরো অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা প্রমুখ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


