‘জওয়ান’ দেখতে বাংলাদেশে পুরো হল ভাড়া

৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বলিউড তারকা শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। এরমধ্যেই ভারত, আমেরিকা, ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্য, প্রায় সবখানেই অগ্রিম টিকিট বিক্রির ধুম লেগেছে। শাহরুখের নতুন এই ছবি নিয়ে আগ্রহ-উন্মাদনা যেন সিনেমা বাণিজ্যের নতুন সংজ্ঞা তৈরি করছে। বাংলাদেশের ভক্তদের মাঝেও দেখা যাচ্ছে সেই উন্মাদনা। এমনই একটি দৃষ্টান্ত তৈরি করলো ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের একটি গ্রুপ। তারা শাহরুখের সিনেমা দেখতে গোটা একটি হল ভাড়া করেছে।

জানা গেছে, ‘ট্রু এসআরকিয়ান্স বিডি’ নামের গ্রুপটি রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসের একটি হল ভাড়া করেছে। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন ব্লকবাস্টার সিনেমাসের অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমান। এছাড়া ফেসবুক ভিত্তিক গ্রুপটির এডমিন এবং বিশেষ শো’র অন্যতম আয়োজক মেহেদী হাসানও খবরটি নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে মেহেদী বলেন, ‘এই প্রথম বাংলাদেশি শাহরুখ ভক্তরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য গোটা একটি থিয়েটার বুক করলো। এর মাধ্যমে আমরা প্রিয় নায়ককে বার্তা দিতে চাই যে, বাংলাদেশে তার কত ভক্ত আছে। যদিও এখনও আমাদের দেশে মুক্তির তারিখ চূড়ান্ত নয়, কারণ সেন্সর হয়নি। তবে আমরা ব্লকবাস্টারের সঙ্গে এমনভাবে চুক্তি করেছি যে, যে দিনই মুক্তি পাবে, সে দিন প্রথম শো আমরাই দেখবো।’

সিনেমা দেখা ছাড়াও ‘জওয়ান’ মুক্তি উপলক্ষে উদযাপনের বিভিন্ন অনুষঙ্গ রাখছে সংগঠনটি। জানা গেছে, তারা টি-শার্ট, কেক, ব্যানার ইত্যাদি নিয়ে আনন্দ-উল্লাস করবেন। বিশেষ এই প্রদর্শনীতে শাহরুখ ভক্তদের সঙ্গে থাকবেন নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহ-সহ ঢাকাই শোবিজের একাধিক তারকা। এছাড়া ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামের একটি গ্রুপ থেকেও ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে।

বাংলাদেশী ভক্তদের এমন উন্মাদনার খবর পৌঁছেছে শাহরুখ খানের কাছেও। তাই টুইট করে বলেছেন, ‘বাংলাদেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ। আমি নিশ্চিত, তোমরা ছবিটা পছন্দ করবে।’

উল্লেখ্য, ‘জওয়ান’ নির্মাণ করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানের নায়িকা নয়নতারা। এছাড়াও আছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার প্রমুখ। ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ছবিটি। তবে বাংলাদেশে এখনও এর সেন্সর ছাড়পত্রের খবর মেলেনি। শোনা যাচ্ছে, ৮ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news