প্রতারণার শিকার হয়ে লাখ টাকা হারালেন শ্রীলেখা
গত ৩০ আগস্ট ছিল টালিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রের জন্মদিন। এ বছর তার বিশেষ এই দিনটি এমদমই ভালো যায়নি। কারণ জন্মদিনের আগের দিনই তিনি প্রতারণার শিকার হয়ে এক লক্ষ টাকার অধিক ক্ষতিগ্রস্থ হয়েছেন।
জানা যায়, জন্মদিনের আগের দিন একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে শ্রীলেখার মোবাইলে। সেই কলটি ধরতেই, ফোনের অপর পাশ থেকে জনৈক ব্যক্তি অভিনেত্রীকে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেই অ্যাপ ডাউনলোড করতেই তার ব্যাংক থেকে লাখ টাকার উপরে খোয়া যায়।
৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে এ বিষয় নিয়ে একটি পোস্টও করেছেন শ্রীলেখা। সেখানে তিনি লেখেন, ‘জন্মদিনের দিন আমার মনটা খারাপ ছিল। কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার কেলেঙ্কারি হল। এটা একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। নিজেকে চালাক নয় ইন্টেলিজেন্ট ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাববো না।’
এ প্রসঙ্গে গণমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘নিজেকে তো চালাক বলতেই চাই। কিন্তু আমি তো বোকাই। আমার মতো যেন আর কাউকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সকলকে সতর্ক করছি। কত টাকা খোয়া গেছে সেটা বলতে চাই না। তবে লাখের বেশি টাকা জালিয়াতি করা হয়েছে। থানায় জানিয়েছি। সাইবার সেলের সঙ্গেও কথা বলেছি। তারা পদক্ষেপ নিচ্ছে।’
সম্প্রতি তথাগত মুখার্জী পরিচালিত ‘পারিয়া’ ছবির শুটিং শেষ করেছেন শ্রীলেখা। জানা গেছে, খুব শিগগিরই নতুন একটি সিনেমা পরিচালনায় হাত দেবেন তিনি। সে সিনেমা নিয়ে বর্তমানে বেশ কিছু প্রযোজনা সংস্থার সাথে আলোচনা চলছে। ভালো প্রযোজকের অপেক্ষায় রয়েছেন শ্রীলেখা মিত্র। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


