মুক্তি পেয়েছে আমিরের ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার, কী বলছেন সিনেমাপ্রেমীরা
আইপিএলের ফাইনালের মঞ্চে প্রকাশ পায় বহু প্রতীক্ষিত ছবি লাল সিং চাড্ডার (Lal Singh Chadda) ট্রেলার। কেমন হয়েছে এই ট্রেলার? ট্রেলার মুক্তির পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই ছবি বয়কটের ডাক দিয়েছেন। আবার কেউ কেউ ট্রেলারের ভূয়সী প্রশংসা করেছেন। কারোর আছে আবার ট্রেলারটি তেমন মনের মত হয়নি।
রবিবার ছিল আইপিএলের চলতি মরসুমের ফাইনাল ম্যাচ। রাজস্থানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাত। সেই ফাইনালের মঞ্চেই প্রকাশ পায় আমির খানের (Amir Khan) আগামী ছবি লাল সিং চাড্ডার ট্রেলার (Lal Singh Chadda trailer out)। এই সিনেমায় আমিরের বিপরীতে আছেন করিনা কাপুর। আমিরের মায়ের ভূমিকায় অভিনয় করছেন মোনা সিং। সবকিছু মিলিয়ে লাল সিং চাড্ডার ট্রেলার প্রকাশ্যে আসতেই তা মন কেড়ে নেয় দর্শকদের।
তবে কেউ কেউ এই ট্রেলার দেখে ‘ফরেস্ট গাম্প’ সিনেমার কপিক্যাট বলেও সরব হয়েছেন। আমির খানের শেষ সিনেমা ‘ঠাগ হিন্দুস্থান’। যদিও বক্স অফিসে সেই ছবি সেভাবে ডাগ কাটতে পারেনি। তাই আমিরের আগামী ছবি নিয়ে দর্শক মনে কৌতূহলের অন্ত নেই।
লাল সিং চাড্ডার ট্রেলার প্রকাশ্যে আসতেই তা শেয়ার করেন করিনা কাপুর খান (Karina Kapoor Khan)। করিনা বলেন, ‘এই ছবি সব সময় আমার কাছে স্পেশাল।’ কেন স্পেশাল তাও ব্যাখ্যা করেছেন তিনি। করোনা মহামারি, লকডাউনের পর তিনি যখন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হন, সেই সময় এই সিনেমার শ্যুট করেছিলেন নবাব পত্নী। ফলে তাঁর সন্তান জেহও এই ছবির অংশ। সারা জীবন এই ছবি তাঁর কাছে এক অনন্য মাত্রা পাবে বলেও জানান করিনা কাপুর খান।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


