স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'কাউলা', প্রবাসীদের গল্প, নিউইয়র্কে প্রিমিয়ার শো অনুষ্ঠিত 

কাউলা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কালোদের কখনও প্রকাশ্যে, কখনও আড়ালে বলে-কাউলা! আমাদের দ্বৈতসত্ত্বা ও শব্দচয়নে অনাকাঙ্খিত এই প্রবণতা নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র – ‘কাউলা’।  কাউলা’র প্রথম প্রিমিয়ার  শো অনুষ্ঠিত হয় গত শুক্রবার সন্ধ্যা ৬টায়  কুইন্সে  আর দ্বিতীয় শো গত শনিবার  ব্রঙ্কসে। ছবিটি নিউইয়র্কের বাংলাদেশীদের গল্প নিয়ে তৈরি হয়েছে। অভিনয় করেছেন নিউইয়র্কে বসবাসরত টেলিভিশন, থিয়েটারের শিল্পীরা। কলাকুশলীদের সবাই একইভাবে প্রবাসে বসে এই বাংলাদেশী কমিউনিটিতে মিশে থাকা গল্পগুলোকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছেছেন বলে জানান ছবির পরিচালক হাসান ইমাম চৌধুরী।

চলচ্চিত্রটির গল্প। কবির আর খালিদ বন্ধু। নিউইয়র্কে থাকে, লেখাপড়া করে। লেখাপড়ার ফাকে পার্টটাইম ট্যাক্সি চালায়। তারা তাদের কলেজের কাছে সবুরের বাড়ি ভাড়া নেয়। সবুরের বউ আকলিমা দর্জাল মহিলা। সারাক্ষণ ফোনে কথা বলে এবং সবকিছু কন্ট্রোল করে। সবুর তার কথায় উঠাবসা করে আপাতত সেটা মনে হলেও সবুর বুদ্ধিকরে তার কাজটা বউকে দিয়ে ঠিকই করিয়ে নেয়। সংসার কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা সে জানে। কলিমা ভাড়াটিয়া কবিরকে বেশ পছন্দ করে। তার খোজখবর রাখা শুরু করে। কবিরকে ঘরে এনে খাতির করে তার সাথে ভাল সম্পর্ক তৈরি করে। কবির যখন বাসায় ওঠে ওখন খালিদ দেশে গেছে। সে কয়েক সপ্তাহ পরে আসবে। ঘটনা অনেকদূর গড়ানোর পর খালিদ আসে। খালিদকে দেখে আকলিমার মাথা খারাপ হয়ে যায়। সে কি ভেবেছিলে আর চোখের সামনে সে কি দেখছে! সবাই মিলে চেষ্টা করে আকলিমাকে বুঝাতে। কিন্তু সে কারো কথা শোনে না।এই নিয়েই গড়ে উঠেছে কাউলার গল্প। প্রিমিয়ার শো যারা দেখেছেন তারা প্রশংসা করেছেন। এটি দেখে ও জেনে উদ্দীপনা পাচ্ছি।

 পরিচালক জানান, 'কাউলা' শর্ট ফর্মে বানানো সামাজিক ড্রামা। নিউইয়র্কে থিমেটিক ইউএসএর প্রথম প্রডাকশন এটি। কাউলার শুটিং হয়েছে ব্রঙ্কসে। কাজটা করতে অবশ্য তেমন সময় লাগেনি তবে গুছিয়ে এই পর্যন্ত আসতে তিন মাস সময় লেগেছে। স্ক্রীপ্ট থেকে শুরু করে শুটিং, এডিটিং, কালার গ্রেড, সাউন্ড ইত্যাদি ইত্যাদি সবই হয়েছে নিউইয়র্কে।  কাউলা একটি সম্মিলিত প্রয়াস, এর কোন লিখিত বাজেট ছিলো না। যারা পৃষ্টপোষকতা করেছেন তাদেরকে ধন্যবাদ।

তিনি আরও জানান, আপাতত কাউলার প্রিমিয়ার করে ছবিটি নিয়ে একটু আলোচনার ক্ষেত্র তৈরী করা হচ্ছে। ওটিটি প্লাটফর্মে নতুন হিসেবে কিছু দিতে হলে বেশ খানিকটা সময় দিতে হয়। আশাকরি একটা রেজাল্ট পেলেই আগামীতে জানিয়ে দেয়া হবে কাউলা কখন কোথায় রিলিজ হচ্ছে। দর্শকই মুলত এমন কাজের উদ্দিপনা। আপনারা যত বেশী দেখবেন তত বেশী আমাদের কাজ করার সুযোগ তৈরী হবে। তাই ছবি দেখুন, ভাল কাজের পৃষ্ঠপোষকতা করুন।

'কাউলা'তে অভিনয় করেছেন নজরুল কবীর, রেশমা চৌধুরী, সোহেল খান, লিংকন সাইকেলওয়ালা এবং নবাগত ঋদ্ধি। কাহিনী এবং স্ক্রীপ্ট করেছেন ডালিয়া আফরোজ এবং হাসান ইমাম চৌধুরী, প্রযোজক মিনহাজ, নির্বাহী প্রযোজক মনজুর এহসান চৌধুরী, সহকারী পরিচালক মো: মাহামুদ্দুজ্জামান এবং চিত্রগ্রহন, সম্পাদনা এবং পরিচালনা করেছেন হাসান ইমাম চৌধুরী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news