আর নির্বাচন করবেন না সানি দেওল
সম্প্রতি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে বলিউড সিনেমা ‘গদর ২’। শাহরুখ খানের ‘জওয়ান’ মুক্তির আগে প্রায় ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সানি দেওলের সিনেমাটি। ক্যারিয়ারের অন্যতম হিট সিনেমা উপহার দেওয়ার পর রাজনৈতিক জীবন থেকে সরে দাড়াচ্ছেন বিজেপির এই সংসদ সদস্য। আর কোনো নির্বাচনে লড়তে চাননা বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে ভারতের রাজনৈতিক দলগুলো এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে। আর তার মাস ছয়েক আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বললেন সানি দেওল! সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আর কোনো নির্বাচনে লড়তে চাই না। আমার মনে হয়, অভিনেতা হিসেবেই মানুষ আমাকে ভোট দেবেন। তাছাড়া, পার্লামেন্টে আমার উপস্থিতির হার খুবই কম। আমি পার্লামেন্টে একটি প্রশ্ন পর্যন্ত করিনি। বরং অভিনেতা হিসেবে যেভাবে দেশের সেবা করে এসেছি। সেটাই চালিয়ে যেতে চাই।’
‘গদর ২’ মুক্তির পর নিজের লোকসভা কেন্দ্র গুরদাসপুরের জনগনের ক্ষোভের মুখে পড়েছেন সানি দেওল। সেখানে কোনো সিনেমা হল না থাকায় সানির বিরুদ্ধে বিক্ষোভ করে সেখানকার মানুষেরা। শুধু তাই নয়, সাংসদ হওয়ার পর থেকে বহুবার সানি দেওলের বিরুদ্ধে ‘নিঁখোজ’ পোস্টার ঝুলেছে গুরদাসপুরে।
এবার নিজেমুখেই সেসব অভিযোগ স্বীকার করে নিলেন যে, তিনি আজ পর্যন্ত নিজের কেন্দ্রের হয়ে পার্লামেন্টে একটা প্রশ্নও করেননি! সানি দেওল বলেছেন, ‘আমার নিজের ওপর পূর্ণ আস্থা রয়েছে যে, আমি অভিনেতা হিসেবেই একমাত্র দেশকে তথা নবীন প্রজন্মকে ভালো সিনেমা উপহার দিতে পারব।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


