চার দিনেই ৫০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়লো জওয়ান

লিউডের সিনেমা হিসেবে সবচেয়ে কম সময়ে বিশ্বব্যাপী এই পরিমাণ রুপির বক্স অফিস কালেকশনের রেকর্ড গড়েছে শাহরুখ খানের নতুন সিনেমা। মুক্তির মাত্র চারদিনে এই আয় করে ছবিটি।

গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। প্রথম দিন থেকেই ছবিটি নিয়ে রীতিমতো উৎসব চলছে। যার ফলে আয় হচ্ছে বিস্ময়কর। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ তার টুইটার পোস্টে এটিকে আখ্যা দিয়েছেন ‘সুনামি, হারিকেন, টাইফুন’ ইত্যাদি নামে। 

তার দেওয়া তথ্য অনুসারে, প্রথম তিন দিনে শুধু হিন্দি ভার্সনেই ছবিটির কালেকশন যথাক্রমে ৬৫ কোটি ৫০ লাখ, ৪৬ কোটি ২৩ লাখ এবং ৬৮ কোটি ৭২ লাখ রুপি। এটা যেকোনও হিন্দি সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ। এরমাধ্যমে শাহরুখ খানের ঝুলিতে জুটেছে আরেকটি রেকর্ড। আর তা হলো এক বছরের মধ্যে শাহরুখের পরপর দুটি সিনেমার ৫০০ কোটির বেশি কালেকশন, যা আর কোনও ভারতীয় তারকার নেই। 

এদিকে জানা গেছে, চতুর্থ দিন (১০ সেপ্টেম্বর) ভারতজুড়ে তিনটি ভাষায় এ ছবির কালেকশন করেছে ৮১ কোটি রুপি। চার দিন শেষে শুধু ভারতেই এর টিকিট বিক্রির পরিমাণ ২৮৭ কোটি ৬ লাখ রুপি। বক্স অফিস বিশ্লেষক রমেশ বালার তথ্য অনুসারে, চার দিনেই বিশ্বব্যাপী কালেকশনে পাঁচশ’ কোটি রুপি ছাড়িয়ে গেছে। তার ভাষ্য, ‘আন্তর্জাতিক বাজারে বিশ্বের সব সিনেমার মধ্যে ছবিটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর উত্তর আমেরিকার বাইরে এর অবস্থান এক নম্বর।’ 

উল্লেখ্য, তামিল নির্মাতা অ্যাটলি কুমার নির্মাণ করেছেন ‘জওয়ান’। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবিতে শাহরুখ খান ছাড়াও আরো অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামনি, সুনীল গ্রোভার, দীপিকা পাদুকোন, সঞ্জয় দত্ত প্রমুখ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news