চুক্তির ৪০ লাখ অগ্রিম নিয়ে আরও ৬০ লাখ দাবি শাকিবের
নীল দরিয়া’ নামের একটি সিনেমায় অভিনয়ের জন্য ৪০ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকার ছবির শীর্ষ নায়ক শাকিব খান। এমনকি চুক্তির পুরো টাকাই তিনি অগ্রিম নিয়েছেন। কিন্তু এখন আর এই টাকায় সিনেমাটিতে কাজ করতে চাচ্ছেন না এই অভিনেতা। পরিচালক বদিউল আলম খোকনের এই ছবিতে অভিনয় করতে আরো ৬০ লাখ টাকা দাবি করেছেন শাকিব খান। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন পরিচালক।
তিনি জানিয়েছেন, গত ২০ জুলাই থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিলো ওই সিনেমার। এই জন্যই শাকিব খানকে পারিশ্রমিকের পুরো ৪০ লাখ টাকা দিয়ে দেয়া হয়েছে। কিন্তু ‘প্রিয়তমা’ সিনেমা হিট হতেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন তিনি। এখন শাকিবকে দিয়ে ‘নীল দরিয়া’ সিনেমা করতে হলে ৪০ লাখ টাকার সঙ্গে আরও ৬০ লাখ টাকা দিতে হবে। পারিশ্রমিক হিসেবে নেয়া ৪০ লাখ টাকা প্রযোজককে ফেরতও দিয়েছেন এই অভিনেতা।
বদিউল আলম বলেন, ‘কয়েক মাস আগেও শাকিবের পারিশ্রমিক ছিল ৩৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে। আগের নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাইছেন না শাকিব। তাকে নিয়ে এখন কাজ করতে হলে দিতে হবে মোট এক কোটি টাকা। কিন্তু আমরা তার সঙ্গে কথা চূড়ান্ত করার সময় যে পারিশ্রমিক ছিল, সেটি দিয়েই চূড়ান্ত করা হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘এখন নতুন কোনো সিনেমার জন্য এক কোটি বা দুই কোটি টাকা সে নিতেই পারেন। এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকে চূড়ান্ত করেছি। এখন সে আমাদের কাছে এটা দাবি করতে পারেন না। তার নৈতিকতার মধ্যে এটি পড়ে না। কমিটমেন্ট ঠিক না থাকলে হবে না তো। এটা খুব অন্যায়।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে বদিউল আলম খোকন পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘আগুন’ সিনেমা। এ সিনেমায় তার বিপরিতে অভিনয় করেছেন জাহারা মিতু। ২০০৪ সালে ‘ধর শয়তান’ ছবির মাধ্যমে বদিউল আলমের সঙ্গে প্রথম কাজ করেন শাকিব। এই পরিচালকের সঙ্গে জুটি হিসেবে বেশ কিছু ছবি করেছেন তিনি। যার মধ্যে ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নিঃশ্বাস আমার তুমি’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘একবার বলো ভালোবাসি’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘বস নম্বর ওয়ান’, ‘মাই নেম ইজ খান’, ‘নিষ্পাপ মুন্না’, ‘ডন নম্বর ওয়ান’, ‘হিরো; দা সুপারস্টার’, ‘রাজা বাবু’সহ ডজনেরও বেশি হিট ছবি উপহার দিয়েছেন তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


