সংযুক্তার সঙ্গে রোহান ভট্টাচার্যের প্রেমের গুঞ্জন

পশ্চিমবঙ্গের সিনেমাপাড়ায় গুঞ্জন চলছে অভিনেত্রী সংযুক্তা চক্রবর্তীর সঙ্গে রোহান ভট্টাচার্যের প্রেমে পড়া নিয়ে। বেশ কয়েকবার বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেও দেখা গেছে তাদের। তাদের নাকি এক সঙ্গে দেখাও গেছে। প্রশ্ন উঠেছে এবার কি বিয়ে করবেন রোহান, নাকি আগের প্রেমিকাদের মতোই বিচ্ছেদের তালিকায় যুক্ত হবে সংযুক্তার নাম। 

রোহান এবং সংযুক্তা এই গোপন প্রেমের প্রসঙ্গে এখনো মুখ খেলেননি। তবে এ বিষয়টি ফাঁস করেছেন কলকাতার নির্মাতা শৌভিক দে। তিনি জানালেন, তাদের এই প্রেমের সম্পর্ক বাস্তবে নয়। মিষ্টি প্রেমের গল্পে নির্মিতব্য নতুন একটি সিনেমায় দেখা যাবে তাদের এই লুকোচুরি প্রেম। তবে ছবির নাম জানাননি পরিচালক।

এই ছবিতে বিলেত ফেরত এক ছেলের চরিত্রে অভিনয় করছেন রোহান। যে মা-বাবার বিবাহ-বার্ষিকী উপলক্ষে দেশে ফেরে। পরে এখানেই চাকরি নিয়ে থেকে যায়। তাদের বাড়িতে ছোট থেকে বড় হয় একটি মেয়ে। যে কিনা ছোট থেকেই পছন্দ করতো রোহানকে। বড়বেলায় এসে প্রেম হয় তাদের। পরিচালক বলছেন, গল্পের বাকি বিষয় দেখতে যেতে হবে প্রেক্ষাগৃহে। 

বর্তমানে রহস্য-রোমাঞ্চ-অ্যাকশন ভিত্তিক সিনেমার জয়-জয়কার। কিন্তু এমন সময়ে প্রেমের ছবি নির্মাণ করা কঠিন চ্যালেঞ্জের বিষয়। এ বিষয়ে সৌভিক বলেন, ‘প্রেম কখনো পুরোনো হয় না। সম্পর্ক ধরে রাখতে ভয় পেলেও এই প্রজন্ম প্রেমে পড়ে। অনেকদিন বড়পর্দায় এই প্রজন্মের নায়ক-নায়িকাকে নিয়ে ভালোবাসার ছবি তৈরি হয়নি। সেই ভাবনা থেকেই এই ছবি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news