শারদীয় দুর্গোৎসবে উপলক্ষে বিশ্বরঙয়ের থিম সংয়ে বুবলী, ইমন ও সুস্মিতা
শারদীয় দুর্গোৎসবে উপলক্ষে একটি থিম সং প্রকাশ হয়েছে। কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের বিখ্যাত একটি গান নিয়ে এই থিম সং করা হয়। গানটির কথা হলো - "শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল, রাতের বায় কোন মায়ায় আনিলো হায় বনছায়ায়, ভোরবেলায় বারে বারেই ফিরিবারে হলি ব্যাকুল, কেন রে তুই উন্মনা নয়নে তোর হিমকণা।" আর এটি করেছে দেশের স্বনামধন্য ফ্যাশন হাউজ বিশ্বরঙ।
এবারের শারদীয় দুর্গোৎসবের বিশ্বরঙ এর থিম সংয়ে গেয়েছেন সেরাকন্ঠের জনপ্রিয় গায়িকা সুস্মিতা সাহা। সঙ্গীতায়োজন করেছেন জিয়াউল হাসান পিয়াল। আর এতে মডেল হয়েছেন ঢাকার চলচ্চিত্রের শীর্ষ নায়িকা ও জনপ্রিয় মডেল বুবলী। তার সঙ্গে আছেন মডেল ও চিত্রনায়ক ইমন। গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
থিম সং নিয়ে বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা বলেন, শরৎ এর আগমনে চারিদিকে উৎসব এর আমেজ চলে এসেছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। শারদীয় দূর্গাপূজায় "বিশ্বরঙ" এর এবারের আয়োজনে রয়েছে বিশেষ বৈচিত্র্যময়তা। বাঙালীর জীবনে দূর্গোৎসবের এই আনন্দকে আরও রাঙিয়ে দিতে দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ এর বিশেষ আয়োজন। সকলকে আগাম শারদীয় শুভেচ্ছা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


