নারী আসক্তি রয়েছে রাজের, পরীমণির আইনজীবী
দাম্পত্য কলহের কারণে বছরজুড়েই খবরের শিরোনাম হয়েছেন অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী পরীমণি। বেশ কয়েকবার তাদের সংসার ভাঙ্গার খবর শোনা গেলেও শেষ পর্যন্ত আবার দুজন এক হয়েছেন। কিন্তু এবার আর তা হলো না। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছেন পরী।
বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ডিভোর্সের কারণ ব্যাখ্যা করেছেন পরীমণির আইনজীবী মো. শাহীনুজ্জামান। তিনি বলেন, ‘রাজের আচরণে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন পরী। নারী আসক্তি রয়েছে রাজের। কয়েকবার তিনি হাতে নাতে ধরাও পড়েছেন। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর কার্যকর হয়ে যাবে ডিভোর্স।’
তবে তালাক নোটিশে চারটি কারণ উল্লেখ করেছেন পরী। আর তা হলো, মনের অমিল, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি। আর এ কারণেই মুসলিম বিবাহ আইনের ১৮ নং কলাম অনুযায়ী রাজের সঙ্গে বিবাহ বন্ধন ছিন্ন করতে চান অভিনেত্রী।
‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়েই ২০২১ সালে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরীফুল রাজ। পরে তারা একই বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। এরপর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। তারপর থেকেই আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা। সম্পর্কটা এখন গড়ালো বিচ্ছেদের পথেই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


