টলিউডের সিনেমায় অপূর্ব, সঙ্গে রাইমা সেন
কলকাতার সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব। প্রতিম ডি গুপ্ত পরিচালিত থ্রিলার ঘরানার 'চালচিত্র' সিনেমায় দেখা যাবে তাকে। ছবিটি প্রযোজনা করছে টলিউডের প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনস।
জানা গেছে, তাদের সোশ্যাল পেজ থেকে বুধবার (২৭ সেপ্টেম্বর) অপূর্বর নাম-ছবিসহ ঘোষণা দেওয়া হয়েছে। এই ছবিতে অপূর্বের সঙ্গে থাকছেন রাইমা সেন, টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তীর মতো জনপ্রিয় শিল্পীরা।
'চালচিত্র' সিনেমাটি একটি থ্রিলার ঘরানার ছবি। কলকাতা পুলিশের গোয়েন্দার শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে আছেন দক্ষ অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। যিনি তদন্ত করতে করতে দেখবেন কোথাও গিয়ে যেন ১২ বছর আগের তার কোনো এক পুরনো কেসে গিয়ে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে ৪ পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়। সূত্র: দ্য ডেইলি স্টার
প্রসঙ্গত, অপূর্বর সর্বশেষ আলোচিত কাজ ‘বুকের মধ্যে আগুন’। তানিম রহমান অংশু পরিচালিত এই ওয়েব সিরিজ গত মার্চে মুক্তি পেয়েছিল ভারতীয় প্ল্যাটফর্ম হইচই-তে।