হত্যার হুমকির পর শাহরুখের জন্য ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা

চলতি বছরে পরপর দুই সিনেমায় দূর্দান্ত সাফল্যের পর অজ্ঞাত কিছু ব্যক্তিদের থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিনেতার অভিযোগের ভিত্তিতে শাহরুখের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। এখন থেকে তাকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা প্রদানের নির্দেশ দিয়েছে সরকার। 

রাজ্য সরকারের নির্দেশ আসার পরই শাহরুখের নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে আইজি ভিআইপি সিকিউরিটি। নিরাপত্তার অংশ হিসেবে ছয় পুলিশ কমান্ডোকে দেহরক্ষী হিসবে পাচ্ছেন শাহরুখ। এই সশস্ত্র দেহরক্ষীদের নিযুক্ত করা হয়েছে মহারাষ্ট্র পুলিশের বিশেষ সুরক্ষা ইউনিট থেকে। নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে রয়েছে এমপি-৫, একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, গ্লক পিস্তল। অভিনেতার বাড়ি মান্নত পাহারায় আগের নিরাপত্তার সঙ্গে যুক্ত হয়েছেন আরো চারজন সশস্ত্র পুলিশ।

এই নিরাপত্তার বিষয়টি পুরোটাই ব্যক্তিগতভাবে পরিচালিত হবে। যে নিরাপত্তা ব্যবস্থার ব্যয়ভার বহন করবেন শাহরুখ নিজেই। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার জন্য রাজ্য সরকারকে মোটা অঙ্কের টাকা দেবেন তিনি। শুধু শাহরুখই নয়, এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তাও বাড়ানো হয়। তিনিও ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে। সূত্র: হিন্দুস্থান টাইমস

আমিতাভ বচ্চন, আমির খানের মতো তারকারা এক্স ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন। এই ক্যাটাগরির নিরাপত্তাব্যবস্থায়ও তিন শিফটে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকেন ছয়জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মী।

গত ৫ অক্টোবর জঙ্গিবিরোধী স্কোয়াডসহ (এটিএস) সিনিয়র পুলিশ অফিসার এবং বিভাগগুলোকে দেওয়া রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া এক চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময় অভিনেতা শাহরুখ খান হুমকি পাওয়ায় উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ এবং পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অবিলম্বে অর্থপ্রদানের ভিত্তিতে তাকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। মূলত শাহরুখের বিভিন্ন সফর ও অনুষ্ঠানে যোগদানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ সিদ্ধান্ত। সূত্র: ইন্ডিয়া টিভি

উল্লেখ্য, কোনও উচ্চ পর্যায়ের ব্যক্তিকে যদি প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তাদের জন্যই এমন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর আগে গত বছর নভেম্বরে পাঞ্জাবি গায়ক সিধু মুজওয়ালার হত্যার পরে সালমান খানের নিরাপত্তা এক্স থেকে ওয়াই প্লসে উন্নীত করা হয়। ২০২০ সালে শিবসেনা সংসদ সদস্য সঞ্জয় রাউতের সঙ্গে বিবাদের পরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কঙ্গনা রানাওয়াতকে এই নিরাপত্তা দেয়। এবার সেই তালিকায় সংযোজন হল শাহরুখ খানের নাম।

news