মেয়ের পর ছেলের বাবা হলেন জিৎ
২০১১ সালের ২৪ ফেব্রুয়ারি স্কুলশিক্ষিকা মোহনাকে বিয়ে করেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ। ২০১২ সালে ১২ ডিসেম্বর তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান। তারা মেয়ের নাম রাখেন নবন্যা। প্রায় ১১ বছর পর গত মাসে ভক্ত-অনুরাগীদের দ্বিতীয়বারের মতো বাবা হতে যাওয়ার সুখবর জানান তিনি। সামাজিক মাধ্যম ফেসবুকে স্ত্রীর গর্ভাবস্থার ছবি প্রকাশ করে এমন সুখবর জানান অভিনেতা।
এবার এই তারকার ঘর আলো করে এলো একটি পুত্রসন্তান। সোমবার (১৬ অক্টোবর) স্থানীয় একটি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। সামাজিক মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন জিৎ নিজেই। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’
সুখবর শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন জিৎ। মন্তব্যে তারকা থেকে শুরু করে নেটিজেনরাও জানাচ্ছেন শুভেচ্ছা। পোস্টের কমেন্টবক্সে অভিনেত্রী শুভশ্রী লিখেছেন, ‘অভিনন্দন, আমি তো আগেই বলেছিলাম তোমায়।’ টালিউডের শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও মন্তব্য করে শুভকামনা জানিয়েছেন।
সংসারের পাশাপাশি হরদম কাজ চালিয়ে যাচ্ছেন জিৎ। মুক্তির অপেক্ষায় আছে তার নতুন সিনেমা ‘মানুষ’। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার। এ সিনেমায় তার বিপরীতে দেখা যাবে নায়িকা বিদ্যা সিনহা মিমকে। জিৎ ও মিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সুস্মিতা চট্টোপাধ্যায়, জীতু কমল, সৌরভ চক্রবর্তী প্রমুখ। আগামী ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।


