শুক্রবার ২০ প্রেক্ষাগৃহে ‘যন্ত্রণা’

গত একবছর ধরে দেশের চলচ্চিত্রাঙ্গনে বইতে শুরু করেছে সুবাতাস। একের পর এক মুক্তি পাচ্ছে গল্পনির্ভর আলোচিত ছবি। নির্মাতারাও পাচ্ছেন ব্যবসায়িক সফলতা। এরমধ্যেই শুক্রবার (২৭ অক্টোবর) দেশের ২০ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিত নতুন ছবি ‘যন্ত্রণা’। যা ইতোমধ্যেই আলোচিত হয়েছে দর্শক মহলে।

তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফের পরিচালনায় ছবিটিতে চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে অভিনয় করেছেন নবাগতা সায়মা স্মৃতি ও মানসী প্রকৃতি। স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, বিভান বাদল প্রমুখ।

এরমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রেম-বিরহের গল্পের এই সিনেমার ফার্স্ট লুক। এছাড়া, প্রচারণার অংশ হিসেবে রোববার রাজধানীর একটি রেস্তোরায় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা।

সংবাদ সম্মেলনে পরিচালক আরিফুর জামান আরিফ বলেন, ‘ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। গল্পে নতুনত্ব আছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মান করেছি। আশা করছি সিনেমাটি দেখে দর্শক পছন্দ করবেন।’

এসময় আদর আজাদ বলেন, ‘আরিফ ভাই নতুন পরিচালক। প্রযোজনা প্রতিষ্ঠানও নতুন। সবাই মিলে ভালো গল্পের একটি সিনেমা বানানোর চেষ্টা করেছে। আপনারা সকলে সুন্দর গল্পের সিনেমা দেখতে চাইলে প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি উপভোগ করবেন।’

অভিষিক্ত সায়মা স্মৃতি বলেন, ‘যন্ত্রণা ছবির মাধ্যমে আমার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে। প্রথমবার বড়পর্দায় আসছি, কিছু ভুলত্রুটি হয়তো আছে। ভুল থেকে শিক্ষা নিয়েছি। আগামীতেই এই শিক্ষা কাজে লাগিয়ে কাজ করতে চাই।’

এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় দেখা যাবে মানসী প্রকৃতিকে। তিনি বলেন, ‘যেহেতু অনেকদিন পর সিনেমায় কাজ করেছি তাই বুঝেশুনে ভালো একটি গল্প দিয়েই ফিরতে চেয়েছিলাম। যন্ত্রণা তেমনই একটি গল্প। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন।

news