দীপিকাকে নকল করে কটাক্ষের শিকার নুসরাত
সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বাস্তব জীবনের এই দম্পতি তাদের ব্যক্তিজীবনের অনেক বিষয় নিয়েই কথা বলেছেন ওই অনুষ্ঠানে।
যেখানে দীপিকার একটি মন্তব্যকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে এই নায়িকা জানান, রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পরই রণবীর সিং তার জীবনে আসে। কিন্তু ওই সময়ে তিনি সিং ছাড়া আরও কয়েকজনের সঙ্গে ডেট করেছেন। যদিও মনের দিক থেকে রণবীর সিংয়ের সঙ্গে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলে জানিয়েছেন তিনি।
এটা নিয়েই সামাজিক মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। অনেকেই বলছেন, রণবীর সিংকে হাতে রেখে বেটার অপশন খুঁজেছিলেন দীপিকা। যেটা সম্পর্কের প্রতি তার চরম অসততার প্রমাণ দেয়।
এদিকে নেট দুনিয়ায় ট্রল-নিন্দার বন্যা বয়ে গেলেও ফুরফুরে মেজাজে রয়েছেন দীপিকা। এসবের কিছুই গায়ে মাখছেন না তিনি। রবিবার (২৯ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে সম্প্রতি ভাইরাল হওয়া একটি কথায় ঠোঁট মিলিয়েছেন ‘পিকু’ তারকা। কথাটি এমন, ‘সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও।’
দীপিকার এই ভিডিও তৈরির পর তাকে নকল করে একই স্টাইলে ভিডিও বানান পশ্চিমবঙ্গের বিতর্কিত অভিনেত্রী নুসরাত জাহান। যেখানে রীতিমতো দীপিকাকেই অনুসরণ করতে দেখা যায় তাকে। তবে বাঙালি অভিনেত্রীর এই ভিডিও দেখে নেটিজেনরাও কটাক্ষ করতে ছাড়েননি। নুসরাতের ঠোঁট নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন তারা।
একজন লিখেছেন, ‘দীপিকাকে নকল করবে এবার সবাই।’ আরেকজন লিখেছেন, ‘দীপিকাকে দেখে ক্ষেপেছে। নকল করছে। ঠোঁটে যেন মৌমাছি কামড়েছে।’ কারও মন্তব্য, ‘সার্জারি করে ঠোঁটের সৌন্দর্য নষ্ট করে ফেলেছেন নুসরাত।’ এছাড়াও রয়েছে অপ্রকাশযোগ্য অনেক মন্তব্য।
যদিও এসব কোনো মন্তব্যরই জবাব দেননি নুসরাত। বরং ভিডিওটি তৈরি করে যে নিজেও খুব উপভোগ করেছেন সেটাই বোঝা গেছে তার ক্যাপশনে। যেখানে নুসরাত লিখেছেন, ‘এটা তো করে দেখতেই হতো, বেশ মজার ব্যাপার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


