বিটিএস গায়ককে বিরক্ত করায় তরুণী গ্রেপ্তার

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস’র গায়ক ভি’র বাসার নিচে এক তরুণী সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। পরে লিফটেও ভি’কে অনুসরণ করেন। এরপর জোর করে তার বাসায় ঢোকার চেষ্টা করেন ওই নারী। 

অনেক চেষ্টা করেও ভি’র বাসায় ঢুকতে না পেরে এক পর্যায়ে পালিয়ে যান ওই তরুণী। পরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগেও বিটিএসের এই তারকাকে হয়রানি করেছেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত তরুণী। সূত্র: কোরিয়া বো

পুলিশের ভাষ্য, ভি-কে বিয়ে করার জন্য কথা বলার চেষ্টা করেছিলেন ওই তরুণী।


বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক গণমাধ্যমে জানিয়েছে, যারা শিল্পীদের গোপনীয়তা লঙ্ঘন করেন ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠেন, তাদের কোনোভাবেই বিটিএস ছাড় দেয় না।

গত ৮ সেপ্টেম্বর প্রথম একক অ্যালবাম ‘লেওভার’ প্রকাশ করেছেন ভি। অ্যালবামটি বিলবোর্ড হট ১০০ তালিকা ও বিলবোর্ড ২০০ অ্যালবাম তালিকায় জায়গা করে নিয়েছিল। এর আগে বিটিএসের সঙ্গে ‘স্টিগমা’ ও ‘ইনার চাইল্ড’ গানে নজর কেড়েছেন ভি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news