কারখানায় আগুন লাগানো নিয়ে যা বললেন অনন্ত জলিল
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন দেয়। এর পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে শ্রমিক বিক্ষোভে পোড়ানো কারখানাটির মালিক অভিনেতা অনন্ত জলিল। বেশকিছু গণমাধ্যমেও এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়। এবার কারখানায় আগুন প্রসঙ্গে কথা বললেন অনন্ত।
এদিন রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কয়েকটি সংবাদমাধ্যমে দেখলাম ‘গাজীপুরে অনন্ত জলিলের পোশাক কারখানায় আগুন’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। আমার সঙ্গে কথা না বলেই তারা এমন নিউজ করেছে। যা উচিৎ হয়নি। যে ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে সেটিতো আমাদের নয়।’
এছাড়া একইদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন অনন্ত জলিল। সেখানে তিনি লেখেন, ‘গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় অনন্ত জলিলের কারখানায় আগুন―এ শিরোনামের নিউজটি সম্পূর্ণ মিথ্যা। গাজীপুরের কোনাবাড়ীতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অব কোম্পানি। একটি এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।’
এরপরই গণমাধ্যমের উদ্দেশে তিনি লেখেন, ‘যাচাই-বাছাই করে সংবাদ ছাপালে মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও ভালোবাসা পাওয়া যায়। এটা আমার বিনোদন জগতের সংবাদ না যে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা রপ্তানিমূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ, এ জে আই ও এ বি গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে।’
অনন্ত জলিল আরোও লেখেন, ‘বিদেশের ক্রেতাদের কাছে আমার ও আমার কোম্পানির ভাবমূর্তি নষ্ট করার মতো সংবাদ না ছাপানোর জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আপনারা এ ধরনের মিথ্যা নিউজ থেকে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


